কসবা গণ ধ*র্ষ*ণ মামলায় জামিনের আবেদন! কী জানালেন নিরাপত্তারক্ষীর আইনজীবী!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
- Written by:Amit Sarkar
Last Updated:
কসবা গণধর্ষণের মামলায় অভিযুক্ত নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায় উচ্চ আদালতে জামিনের আবেদন করেন কিন্তু, বুধবার তাঁর জামিন মঞ্জুর হয়নি।
কলকাতা: কসবা গণধর্ষণের মামলায় অভিযুক্ত নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায় উচ্চ আদালতে জামিনের আবেদন করেন কিন্তু, বুধবার তাঁর জামিন মঞ্জুর হয়নি। আজ, আলিপুর জেলা আদালতে মুখ্য বিচারকের এজলাসে আবেদন করেন অভিযুক্ত পিনাকী। কিন্তু, তাঁর জামিন মঞ্জুর করা হয়নি।
পুলিশের তরফে বিশেষ সরকারি আইনজীবী উপস্থিত ছিলেন না। অন্য মামলায় ব্যস্ত থাকার কারণে সময় চেওয়া হয়েছে। ২৮ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: মেট্রো পথে জুড়ছে হাওড়া-শিয়ালদহ, মেট্রো চেপে এই দুই রেল স্টেশনে যেতে কত সময় লাগবে?
প্রসঙ্গত, কসবা গণধর্ষণ কাণ্ডে মনোজিৎ মিশ্র-সহ দুই জনকে গ্রেফতার করার পাশাপাশি গ্রেফতার করা হয় সেই সময় ওই আইন কলেজে উপস্থিত থাকা নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়কে। অভিযোগ ওঠে, তাঁর ঘরেই ওই তরুণীর উপর নির্যাতন চালায় মনোজিৎ এবং তাঁর সঙ্গীরা। সেই সময় কলেজের গেটে তালা লাগানোর অভিযোগও ওঠে। এরপরেই ওই নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করে পুলিশ।
advertisement
advertisement
গ্রেফতারের পর থেকেই বরাবরই নিজেকে ‘নির্দোষ’ বলে দাবি করে এসেছে ওই নিরাপত্তারক্ষী। বুধবার, জামিনের আবেদন জানাতেই পারেননি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 20, 2025 1:47 PM IST