আদৌ আসল টিকা দেওয়া হয়েছে তো? টিকা জালিয়াতি-কাণ্ডের তদন্তভার নিল গোয়েন্দা বিভাগ
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
কসবা টিকা জালিয়াতি-কাণ্ডে (Kasba New Market COVID19 vaccination camp) শোরগোল। তদন্তের দায়িত্ব নিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ (Kolkata Police Detective department)।
#কলকাতা: কসবা টিকা জালিয়াতি-কাণ্ডে (Kasba New Market COVID19 vaccination camp) শোরগোল। তদন্তের দায়িত্ব নিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ (Kolkata Police Detective department)। বুধবার রাতে ধৃত দেবাঞ্জন দেবের কসবার অফিসে যায় পুলিশ। সেখান গিয়ে তল্লাশি চালানো হয়। অফিসে নথি ও টিকার খোঁজে অভিযান চালান কসবা থানা ও লালবাজারের আধিকারিকরা। টিকা জালিয়াতি-কাণ্ডের দায়িত্বভার গ্রহণ করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।
এ দিকে, কসবার শিবিরে টিকা প্রাপকদের স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ, যারা কসবা এবং সিটি কলেজের ক্যাম্প থেকে টিকা নিয়েছিলেন, তাঁরা আদৌ আসল টিকা পেয়েছেন কিনা, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে আধিকারিকদের মধ্যে। সেক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। ইতিমধ্যেই শিবিরে টিকা প্রাপকদের নাম পেয়েছে কলকাতা পুরসভা। উল্লেখ্য, এই শিবিরেই টিকা নেন সাংসদ মিমি চক্রবর্তী।
advertisement
প্রসঙ্গত, টিকা জালিয়াতি-কাণ্ডে রিপোর্ট তলব স্বাস্থ্য করেছে দফতরের।কসবা থানা এবং সেন্ট্রাল ফ্যামিলি ওয়েলফেয়ার স্টোরের কাছে কাছে রিপোর্ট তলব করা হয়েছে। সেন্ট্রাল গোডাউন থেকে টিকা কেনা হয়েছে কিনা বা অভিযুক্ত দেবাঞ্জন কোনও বেসরকারি হাসপাতাল থেকে টিকা কিনেছেন কিনা, তা তাকে জেরা করে উঠে আসতে পারে বলে আশাবাদী তদন্তকারী আধিকারিকরা।
advertisement
এ দিকে, দেবাঞ্জনকে জেরা করে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তার দাবি, ‘বাগরি মার্কেট থেকে ভ্যাকসিন কিনেছিল সে। ৫-৬ দিন ধরে টিকাকরণ কর্মসূচি চলছিল। একটি NGO-র সঙ্গে টিকাকরণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল।' জেরায় দেবাঞ্জন আরও জানিয়েছে, ‘৪-৫ মাস আগে এলাকাতেই একটি অফিস ভাড়া নেয় সে। ১০-১২ জনকে নিয়োগ করা হয়েছিল টিকা দেওয়ার জন্য। সেই সব কর্মীরা বেতন পেতেন।' তবে দেবাঞ্জনের সঙ্গে এই ঘটনায় আরও কে বা কারা যুক্ত তা এখনও নাগালে পায়নি পুলিশ। অভিযুক্তকে জেরা করে সে কথা থেকে ভ্যাকসিন কিনেছিল, তার সঙ্গে আরও কোনও বড় মাথা জড়িয়ে রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।
advertisement
প্রসঙ্গত, মঙ্গলবার ২২ জুন কসবা নিউমার্কেট (Kasba New Market COVID19 vaccination camp) এর কাছে একটি ভ্যাকসিনেশন ক্যাম্প-র আয়োজন করা হয়। বিশেষ ভাবে সক্ষম বাচ্চাদের ও সমকামীদের বিনা মূল্যে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন সাংসদ অভিনেতা মিমি চক্রবর্তী (MP Actress Mimi Chakraborty)। তিনিও টিকা নেন এই ক্যাম্পে। কিন্তু পরে জানা যায় এই ক্যাম্প-র আয়োজক, দেবাঞ্জন দেব, যিনি নিজেকে আইএএস অফিসার বলে পরিচয় দিতেন, তিনি আদতে কোনও সরকারি আধিকারিকই নন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 24, 2021 3:58 PM IST