একসঙ্গেই হোটেলে ঢুকে ডেলিভারি অ্যাপে খাবার অর্ডার করেছিলেন তিনজনে, কসবা-কাণ্ডে নতুন তথ্য প্রকাশ্যে
- Published by:Tias Banerjee
- news18 bangla
- Reported by:Rounak Dutta Chowdhury
Last Updated:
Kasba Murder Case inside Hotel: হোটেলে আদর্শ, ধ্রুব মিত্র ও কামাল সাহা একসঙ্গে ঢুকে খাবার অর্ডার করেন, পরে ধ্রুব ও কামাল আদর্শের ফোন ও মানিব্যাগ নিয়ে বেরিয়ে ৭ হাজার টাকা তোলেন; তদন্তে নতুন তথ্য মিলেছে।
কসবা কাণ্ডে নয়া মোড় ৷ জানা গেল, ২১ নভেম্বর রাত সাড়ে ন’টার সময় আদর্শ, ধ্রুব মিত্র এবং কমল সাহা— তিনজনই একসঙ্গে হোটেলে ঢোকেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হোটেলে ঢোকার পর তাঁরা একটি ডেলিভারি অ্যাপের মাধ্যমে খাবার অর্ডারও করেন। তদন্তকারীদের হাতে থাকা পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ থেকে অনুমান, হোটেলের ঘরের ভিতরে তিনজনের মধ্যে ধস্তাধস্তি হয়েছিল। তবে ঠিক কোন কারণে বচসা শুরু হয়, তা এখনও পরিষ্কার নয়।
দু’জনে মিলেই খুন করেছেন আদর্শকে৷ জানা গিয়েছে, হোটেলের ঘরে মদ্যপানের সময় আদর্শের সঙ্গে ঝামেলার সূত্রপাত৷ মদ্যপ অবস্থায় মাথা ঠিক রাখতে না পেরে আদর্শের ওপর প্রথম আঘাত হানে ধ্রুব। তারপরই লিভ-ইন পার্টনার কমল ধ্রুবকে সাহায্য করেন৷
advertisement
advertisement
রাত প্রায় দুইটো নাগাদ ধ্রুব মিত্র এবং কমল সাহা হোটেল থেকে বেরিয়ে যান। দু’জনই আদর্শের দুইটি মোবাইল ফোন এবং মানিব্যাগ নিয়ে বেরোন। এরপর অ্যাপ-বাইকে করে উল্টোডাঙায় যান তাঁরা। সেখান থেকে আদর্শের অ্যাকাউন্ট ব্যবহার করে দু’জন মিলে প্রায় ৭ হাজার টাকা তোলেন বলে অভিযোগ।
advertisement
পুলিশ সূত্রে খবর, কামাল সাহার বাড়ি ব্যারাকপুরে এবং ধ্রুব মিত্রের বাড়ি নদিয়ায়। তবে দু’জনই দমদমে লিভ-ইন করে থাকতেন। কমলের সঙ্গে আদর্শের পরিচয় হয়েছিল একটি ডেটিং অ্যাপের মাধ্যমে। হোটেলে ঢোকার সময় দু’জনের আধার কার্ড জমা দেওয়া ছিল, যা থেকে পরিচয় নিশ্চিত করে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ।
অভিযোগ, অর্থ লেনদেন, ব্যক্তিগত সম্পর্ক বা অন্য কোনও কারণে বিবাদ তৈরি হয়েছিল কি না— সে বিষয়ে তদন্তকারীরা এখনও নিশ্চিত নন। খুনের মোটিভ ঠিক কী, তা জানতে তদন্ত চলছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 24, 2025 4:12 PM IST

