Kasba College: ‘আর থাকবে না মনোজিতের নাম’! ধ*র্ষ*ণকাণ্ডের পরে বড় সিদ্ধান্তের পথে কসবা কলেজ! বিরাট শোরগোল

Last Updated:

ধর্ষণকাণ্ড থেকে শিক্ষা নিয়েই নিরাপত্তা সংক্রান্ত অতিরিক্ত সতর্কতা গ্রহণ করতে চলেছে কলেজ কতৃপক্ষ।

‘আর থাকবে না মনোজিতের নাম’! ধর্ষণকাণ্ডের পরে বড় সিদ্ধান্তের পথে কসবা কলেজ! বিরাট শোরগোল
‘আর থাকবে না মনোজিতের নাম’! ধর্ষণকাণ্ডের পরে বড় সিদ্ধান্তের পথে কসবা কলেজ! বিরাট শোরগোল
কলকাতা: কসবা আইন কলেজে ছাত্রীকে ধর্ষণের ঘটনায় তদন্ত চলছে। তার মাঝেই ধর্ষণকাণ্ড থেকে শিক্ষা নিয়েই নিরাপত্তা সংক্রান্ত অতিরিক্ত সতর্কতা গ্রহণ করতে চলেছে কলেজ কতৃপক্ষ। সূত্রের খবর, সাউথ কলকাতা ল কলেজের সিদ্ধান্ত পরিচালন সমিতির বৈঠকে নেওয়া হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্ণয়।
কলেজ সূত্রে খবর, ১৫ ই অগাস্টের মধ্যে কলেজকে মুড়ে ফেলা হচ্ছে সিসি ক্যামেরায়। ই-টেন্ডারিং কমিটি করে কলেজের কোন কোন জায়গায় কতগুলি সিসি ক্যামেরা আরও বসানোর প্রয়োজন রয়েছে তা নির্ধারণ করে ক্যামেরা বসানোর কাজ হবে। অগাস্টের মধ্যেই দু’জন প্রাক্তন সেনা জওয়ানকে নিরাপত্তারক্ষী হিসেবে নিয়োগ করা হবে কলেজে।
advertisement
advertisement
অভিযোগ কলেজের নিরাপত্তারক্ষীর ঘরেই ছাত্রীকে ধর্ষণ করে ঘটনার মূল অভিযুক্ত মনোজিত্‍ মিশ্র। ঘটনায় মূল অভিযুক্ত মনোজিত্‍-সহ তার আরও তিন বন্ধুকে এবং নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করেছে পুলিশ। মূল অভিযুক্ত কলেজের প্রাক্তন ছাত্র এবং অস্থায়ী কর্মী। ফলে নতুন করে অস্থায়ী কর্মী নিয়োগের ক্ষেত্রেও সতর্ক কলেজ। কলেজ থেকে আপাতত ছেঁটে ফেলা হয়েছে সব অস্থায়ী কর্মীকে,(কারোর চুক্তি পুনর্নবীকরণ হয়নি) আপাতত আর কোনও অস্থায়ী কর্মী নিয়োগ করা হবে না কলেজে।
advertisement
পাশাপাশি মূল অভিযুক্তের কলেজে ‘দাদাগিরি’ নিয়েও হয়েছে প্রচুর চর্চা। কলেজের দেওয়ালে বড় বড় করে নাম লেখা থাকত মনোজিতের। সূত্রের খবর, এবার কলেজের দেওয়াল থেকে অতি দ্রুত মুছে ফেলা হবে মনোজিতের নাম। রঙের কাজও শুরু হবে অতি দ্রুত।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kasba College: ‘আর থাকবে না মনোজিতের নাম’! ধ*র্ষ*ণকাণ্ডের পরে বড় সিদ্ধান্তের পথে কসবা কলেজ! বিরাট শোরগোল
Next Article
advertisement
'৮ মাস আগেই GST সংস্কারের নির্দেশ দিয়েছিলেন মোদি'! কিন্তু...একান্ত সাক্ষাৎকারে কী বললেন নির্মলা?
'৮ মাস আগেই GST সংস্কারের নির্দেশ দিয়েছিলেন মোদি'! কিন্তু...সাক্ষাৎকারে বললেন অর্থমন্ত্রী
  • আট মাস আগেই নির্মলা সীতারামনকে জিএসটি সংস্কারের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একান্ত সাক্ষাৎকারে জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

VIEW MORE
advertisement
advertisement