Kasba Case Update: সোমনাথ-সুপর্ণার বাড়ির দেওয়ালে মামা-মামি ছাড়াও লেখা আরেকজনের নাম, কে তিনি? কসবা-কাণ্ডে আরও ঘনীভূত রহস্য
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
Kasba Case Update: সোমবারই কসবার বাড়ি থেকে স্বামী, স্ত্রী ও তাদের আড়াই বছরের পুত্রের দেহ উদ্ধার হয়।
কলকাতা: কসবায় হালতুর বাড়ি থেকে উদ্ধার তিন জনের দেহের ঘটনায় বড়সড় আপডেট। সোমবারই বাড়ি থেকে স্বামী, স্ত্রী ও তাদের আড়াই বছরের পুত্রের দেহ উদ্ধার হয়। সেই ঘটনার তদন্তে নেমে এবার কলকাতা পুলিশের নজরে এক লোন রিকভারি এজেন্ট।
রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক থেকে প্রায় দশ লক্ষ টাকা ঋণ, খোলা বাজারে একাধিক ব্যক্তির কাছে ঋণ প্রায় দেড় লক্ষ। ঋণ পরিশোধ করতে বিক্রি করতে চেয়েছিলেন সম্পত্তি। মামা ও মামির তরফে বাধা আসতেই আত্মঘাতী হন সোমনাথ রায় ও তাঁর স্ত্রী সুমিত্রা। তদন্তে নেমে এমনই দাবি কলকাতা পুলিশের।
আরও পড়ুন: ‘রাতে আমার স্ত্রী বুকের উপর বসে…’, দেরিতে কাজে পৌঁছে ব্যাখ্যা কর্মীর, শুনে কী বলল কর্তৃপক্ষ? অবিশ্বাস্য ঘটনা
দেওয়ালে মামা মামির নাম ছাড়াও লেখা রয়েছে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের লোন রিকভারির এজেন্টের নামও। দিন কয়েক আগে ওই এজেন্ট এসে টাকা দাবি করেছিলেন বলে পুলিশ জানতে পেরেছে। এবার ওই এজেন্টকে ডেকে পাঠাতে চলেছে পুলিশ। মামা-মামিকে গ্রেফতারের পর এবার কি ওই ব্যাঙ্ককর্মীকেও হেফাজতে নেবেন তদন্তকারীরা?
advertisement
advertisement
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শিক্ষক-শিক্ষিকাদের বেধড়ক মারল পরীক্ষার্থীরা! মালদহের স্কুলে বিরাট কাণ্ড, কী এমন হল?
সূত্রের খবর, সুইসাইড নোটে সম্পত্তি বিবাদের কথা উল্লেখ করার পাশাপাশি নিজের মামা ও মামির বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগও এনেছেন সোমনাথ। ধৃত প্রদীপকুমার ঘোষাল এবং নীলিমা ঘোষালকে আগামিকাল বুধবার আদালতে হাজির করিয়ে হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। প্রদীপবাবু কলকাতা পুলিশের প্রাক্তন কর্মী। মৃত সোমনাথ রায়ের শ্বশুর ও শ্যালিকার আনা অভিযোগের ভিত্তিতে ধৃতদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
advertisement
অমিত সরকার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 05, 2025 8:07 PM IST