Kasba Case Update: কসবা কাণ্ডে নয়া মোড়! বাঁচার জন্যই হাত-পা বেঁধে গলা টিপে খুন আদর্শকে, সামনে এল চাঞ্চল্য়কর তথ্য

Last Updated:

Kasba Case Update: কসবা কাণ্ডে নয়া মোড়৷ দু'জনে মিলেই খুন করেছেন আদর্শকে৷ জানা গিয়েছে, হোটেলের ঘরে মদ্যপানের সময় আদর্শের সঙ্গে ঝামেলার সূত্রপাত৷ দু'জন মিলেই নাক মুখ চেপে ধরে গলা টিপে শ্বাসরোধ করে খুন করেন৷

কসবার হোটেলে উদ্ধার হয় আদর্শ লোসালালকার (৩৩) দেহ৷
কসবার হোটেলে উদ্ধার হয় আদর্শ লোসালালকার (৩৩) দেহ৷
কসবা: কসবা কাণ্ডে নয়া মোড়৷ দু’জনে মিলেই খুন করেছেন আদর্শকে৷ জানা গিয়েছে, হোটেলের ঘরে মদ্যপানের সময় আদর্শের সঙ্গে ঝামেলার সূত্রপাত৷ মদ‍্যপ অবস্থায় মাথা ঠিক রাখতে না পেরে আদর্শের ওপর প্রথম আঘাত হানে ধ্রুব। তারপরই লিভ-ইন পার্টনার কমল ধ্রুবকে সাহায্য করেন৷
দু’জন মিলেই নাক মুখ চেপে ধরে গলা টিপে শ্বাসরোধ করে খুন করেন৷ তারপরই নাক থেকে রক্ত বেরিয়ে আসে এবং জ্ঞান হারায় আদর্শ। এরপর ওই যুগল আদর্শের হাত পা বেঁধে ফেলে৷ তবে কী কারণে ঝামেলা, তা নিয়ে এখনও পুলিশ ধোঁয়াশার মধ‍্যেই রয়েছে৷ গ্রেফতারের পরেও ঝামেলার কারণ স্পষ্ট করছে না যুগল৷ আদালতে পেশ করে হেফাজতে নিয়ে খুনের মোটিভ নিয়ে জেরা করা হবে৷
advertisement
আরও পড়ুন-ভয়ঙ্কর খেল দেখাবেন শনিদেব…! ইশারায় কাঁপাবে ত্রিলোক, নতুন বছরে প্রিয় ৩ রাশিকে টাকায় মুড়ে দেবেন সূর্যপুত্র, সাফল্য পায়ে চুমু খাবে
কসবার খুনের ঘটনায় বেশ কয়েকটি ফোন উদ্ধার করেছে পুলিশ ফোন গুলিকে এফেলে পাঠানো হবে। অভিযুক্তদের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ফোন । ফোনগুলি পাঠানো হবে এফএসএল-এ । আত্মরক্ষার ক্ষেত্রেই তারা খুন করেছে এমনটাই এখনও পর্যন্ত তদন্তকারী আধিকারিকদের জানাচ্ছে অভিযুক্তরা৷
advertisement
advertisement
আরও পড়ুন-নভেম্বরের শেষেই বিরাট কামাল…! শুক্র-মঙ্গলের রাজকীয় সংযোগে বাম্পার ‘জ্যাকপট’, গোল্ডেন টাইম শুরু ৫ রাশির, সোনায় মুড়বে কপাল
মার্ডারের মোটিভ নিয়ে এখনও পুরোপুরি নিশ্চিত নয় পুলিশ, তবে সন্দেহ জাগছে এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে৷ ফোনগুলি ক্ষতিয়ে দেখার পরই মার্ডারের আসল কারণ সম্পর্কে আরও ধারণা স্পষ্ট হবে বলে খবর পুলিশ সূত্রে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kasba Case Update: কসবা কাণ্ডে নয়া মোড়! বাঁচার জন্যই হাত-পা বেঁধে গলা টিপে খুন আদর্শকে, সামনে এল চাঞ্চল্য়কর তথ্য
Next Article
advertisement
Cyclone Senyar Update: উত্তর-পশ্চিমে ক্রমশ এগোচ্ছে নিম্নচাপ, বুধবারের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে! বাংলায় এর কী প্রভাব পড়তে পারে, জেনে নিন
উত্তর-পশ্চিমে ক্রমশ এগোচ্ছে নিম্নচাপ, বুধবারের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে !
  • ক্রমশ উত্তর-পশ্চিমে এগোচ্ছে নিম্নচাপ !

  • বুধবারের মধ্যে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়?

  • জেনে নিন বঙ্গে এর কী প্রভাব পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement