Kanti Ganguly: মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে প্রার্থী অপহরণ! এবার সোজা আদালতে যাচ্ছেন কান্তি গঙ্গোপাধ্যায়

Last Updated:

দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত৷ এখানে মোট আসন ১৫টি। এরমধ্যে তৃণমূল পেয়েছে ৪টি আসন। সিপিআইএম  ৩টি। বিজেপি ৬টি পেয়েছিল ও নির্দল পেয়েছিল ২ টি আসন। অপহৃত ব্যক্তিরা সেক্ষেত্রে তৃণমূলে যোগ দিলে, তৃণমূল সহজেই বোর্ড গঠন করতে পারবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷

দক্ষিণবঙ্গ: বৃহস্পতিবার৷ রাত তখন ১১টা৷ এলাকা ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস সংলগ্ন পঞ্চসায়র৷ একটা গেস্টহাউসের সামনে এসে থামল একটা গাড়ি৷ সেই গাড়ি থেকে বেরিয়ে এল কয়েকজন৷ সোজা ঢুকে গেল গেস্ট হাউসের ভিতর৷ কিছুক্ষণ পরে গেস্ট হাউস থেকে তাঁদের সঙ্গে আরও কয়েকজন বেরিয়ে এল। উঠে পড়ল গাড়িতে৷ গোটা ঘটনা ঘটে গেল ঘড়ি ধরে ঠিক  ৫ মিনিটের মধ্যে৷
অভিযোগ, পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে ঠিক এভাবেই জয়ী প্রার্থী অপহরণ করেছে শাসকদলের একাংশ৷ এ নিয়ে এবার আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানালেন সিপিআইএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়৷
আরও পড়ুন: ট্রাঙ্ক ভর্তি করে এল নথি! ‘কালীঘাটের কাকু’র বিরুদ্ধে চার্জশিট জমা ED-র, কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগ
বর্ষীয়ান এই বাম নেতার অভিযোগ, পঞ্চায়েত বোর্ড গঠনের জন্য বিরোধী জয়ী প্রার্থীদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে অপহরণ করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা৷ অপহৃত প্রার্থীদের মধ্যে তিনজন বিজেপি প্রার্থী এবং একজন বাম সমর্থিত নির্দল প্রার্থী৷
advertisement
advertisement
ইতিমধ্যে এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন বর্ষীয়ান সিপিআইএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়৷ অপহৃত জয়ী বিরোধী প্রার্থীদের যাতে খুঁজে দেওয়া হয়, সেই আবেদন জানিয়েছেন তিনি। পাশাপাশি, জয়ী বিরোধী প্রার্থীদের নিরাপত্তাও যাতে সুনিশ্চিত হয়, সেই আর্জিও প্রশাসনের কাছে জানিয়েছেন কান্তি গঙ্গোপাধ্যায়৷
আরও পড়ুন: সরলেন নন্দিনী! পর্যটন নিগমে এলেন বাবুলের ‘পছন্দের’ সায়ন্তিকা-ইন্দ্রনীল
দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত৷ এখানে মোট আসন ১৫টি। এরমধ্যে তৃণমূল পেয়েছে ৪টি আসন। সিপিআইএম  ৩টি। বিজেপি ৬টি পেয়েছিল ও নির্দল পেয়েছিল ২টি আসন। অপহৃত ব্যক্তিরা সেক্ষেত্রে তৃণমূলে যোগ দিলে, তৃণমূল সহজেই বোর্ড গঠন করতে পারবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷
advertisement
বিরোধী জয়ী প্রার্থীদের তৃণমূলের যোগদানের জন্য চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। দাবি, চাপের কাছে মাথা নত না করে পঞ্চসায়র এলাকার একটি গেস্ট হাউসে মঙ্গলবার রাতে আশ্রয় নেন বিরোধী জয়ী প্রার্থীরা৷ বৃহস্পতিবার সেখান থেকে অপহরণ করা হয় বলে অভিযোগ। বিচারপতি জয় সেনগুপ্ত বেঞ্চে মামলা। সোমবার শুনানি সম্ভাবনা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kanti Ganguly: মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে প্রার্থী অপহরণ! এবার সোজা আদালতে যাচ্ছেন কান্তি গঙ্গোপাধ্যায়
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement