Kamduni Case: 'উকিল বিক্রি হয়ে গিয়েছে!' কামদুনির রায় শুনে কান্নায় ভেঙে পড়লেন মৌসুমি

Last Updated:

Kamduni Case: কামদুনি মামলায় হাইকোর্ট রায় ঘোষণা করতেই আদালত চত্বরে কেঁদে উঠলেন টুম্পা কয়াল এবং মৌসুমি কয়াল

কামদুনির রায় শুনে ক্ষুব্ধ মৌসুমি
কামদুনির রায় শুনে ক্ষুব্ধ মৌসুমি
কলকাতা: কামদুনি মামলায় হাইকোর্ট রায় ঘোষণা করতেই আদালত চত্বরে কেঁদে উঠলেন টুম্পা কয়াল এবং মৌসুমি কয়াল। এদিন কাঁদতে কাঁদতে মৌসুমি কয়াল বলেন, “আমি কিছু বলতে পারছি না। এই রায় মানতে পারছি না। উকিল বিক্রি হয়ে গিয়েছে। বিচার দিতে পারল না। রাজ্য সরকারের উকিল বিক্রি হয়ে গিয়েছে।”
প্রসঙ্গত এদিন কামদুনি গণধর্ষণ মামলায় ফাঁসির নির্দেশ রদ করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তিনজনের ফাঁসির সাজা রদ করা হল। বদলে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করবেন সইফুল আলি মোল্লা, আনসার আলি মোল্লা৷ অন্যদিকে, ফাঁসির সাজাপ্রাপ্ত আমিন আলিকে জেলমুক্ত করল আদালত। গণধর্ষণ কাণ্ডের অন্য অভিযুক্ত ভোলা নস্কর, আমিনুর ও ইমানুরের সাজাও কমানো হল। আমৃত্যু কারাদণ্ডের বদলে ১০ বছর সাজার নির্দেশ দিল বেঞ্চ। ১০ হাজার টাকার বিনিময়ে জেলমুক্ত ৩ জন।
advertisement
advertisement
অর্থাৎ, ৬ দোষী সাব্যস্তের মধ্যে ১ জনকে বেকসুর খালাস করল আদালত। রায় শুনে ক্ষুব্ধ নির্যাতিতার পরিবার৷ এজলাসের বাইরে তুমুল হট্টগোল। নির্যাতিতার পরিবারের সদস্যদের পাশাপাশি কামদুনির প্রতিবাদের অন্যতম মুখ বলে পরিচিত টুম্পা কয়াল, মৌসুমি কয়ালও এদিন ক্ষোভ প্রকাশ করেন আদালত চত্বরে।
advertisement
২০১৩ সালের ৭ জুন উত্তর ২৪ পরগনার কামদুনিতে কলেজ ছাত্রীকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করার ঘটনা ঘটে। ১০ বছর আগে কলেজ ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। সেই কামদুনি মামলারই রায়দান ছিল আজ। ইতিমধ্যেই ৬ অভিযুক্তের সাজা ঘোষণা করেছিল নিম্ন আদালত। পরে সেই মামলা কলকাতা হাইকোর্টে আসে। এদিন কলকাতা হাইকোর্টে বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ কামদুনি মামলার রায় ঘোষণা করল।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kamduni Case: 'উকিল বিক্রি হয়ে গিয়েছে!' কামদুনির রায় শুনে কান্নায় ভেঙে পড়লেন মৌসুমি
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement