Soumen Roy: তৃণমূলে গিয়েও বিজেপিতে ফিরলেন বিধায়ক সৌমেন, ভোটের আগে ধাক্কা খেল শাসক দল?

Last Updated:

২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর থেকে মুকুল রায় সহ বিজেপির দশজনেরও বেশি বিধায়ক শাসক দলে যোগ দিয়েছিলেন৷

বিজেপিতে ফিরলেন সৌমেন রায় (একেবারে ডানদিকে)৷
বিজেপিতে ফিরলেন সৌমেন রায় (একেবারে ডানদিকে)৷
কলকাতা: বিজেপিতে ফিরলেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়৷ ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কালিয়াগঞ্জ আসন থেকে বিজেপির টিকিটে জয়ী হলেও ভোটের ফল বেরনোর কয়েকমাসের মধ্যেই তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি৷ শেষ পর্যন্ত অবশ্য এ দিন শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতেই ফিরলেন তিনি৷
বিজেপিতে ফিরে সৌমেন রায় দাবি করেছেন, ভয় দেখিয়ে তাঁকে যোগদানে বাধ্য করিয়েছিল তৃণমূল৷ একই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও৷ শুভেন্দু বলেন, ‘আমরা সৌমেন রায়কে কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন নিয়ে দলে ফেরালাম৷ তিনি নিজে থেকে আমাদের দলের আদর্শ বা নেতৃত্ব সম্পর্কে কোনও খারাপ কথা বলেননি। যেটুকু বলেছেন তা তৃণমূলের চাপে পড়ে বলেছেন।’
advertisement
advertisement
সৌমেন নিজেও বলেন, ‘আমার শরীরটুকুই তৃণমূলে গিয়েছিল, মন যায়নি৷ তৃণমূল যেভাবে আদিবাসী, রাজবংশীদের উপরে অত্যাচার করছে তাতে আমার পক্ষে আর সেই দলে থাকা সম্ভব নয়৷ এর সাম্প্রতিকতম উদাহরণ সন্দেশখালি৷’
২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর থেকে মুকুল রায় সহ বিজেপির দশজনেরও বেশি বিধায়ক শাসক দলে যোগ দিয়েছিলেন৷ লোকসভা নির্বাচনের আগে সৌমেন রায়ের প্রত্যাবর্তন তাই গেরুয়া শিবিরের কাছে যথেষ্টই গুরুত্বপূর্ণ৷ আর কোনও দল বদলু বিধায়ক কালিয়াগঞ্জের বিধায়কের পথ অনুসরণ করেন কি না, সেটাই এখন দেখার৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Soumen Roy: তৃণমূলে গিয়েও বিজেপিতে ফিরলেন বিধায়ক সৌমেন, ভোটের আগে ধাক্কা খেল শাসক দল?
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement