Soumen Roy: তৃণমূলে গিয়েও বিজেপিতে ফিরলেন বিধায়ক সৌমেন, ভোটের আগে ধাক্কা খেল শাসক দল?
- Reported by:VENKATESHWAR LAHIRI
- news18 bangla
- Published by:Debamoy Ghosh
Last Updated:
২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর থেকে মুকুল রায় সহ বিজেপির দশজনেরও বেশি বিধায়ক শাসক দলে যোগ দিয়েছিলেন৷
কলকাতা: বিজেপিতে ফিরলেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়৷ ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কালিয়াগঞ্জ আসন থেকে বিজেপির টিকিটে জয়ী হলেও ভোটের ফল বেরনোর কয়েকমাসের মধ্যেই তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি৷ শেষ পর্যন্ত অবশ্য এ দিন শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতেই ফিরলেন তিনি৷
বিজেপিতে ফিরে সৌমেন রায় দাবি করেছেন, ভয় দেখিয়ে তাঁকে যোগদানে বাধ্য করিয়েছিল তৃণমূল৷ একই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও৷ শুভেন্দু বলেন, ‘আমরা সৌমেন রায়কে কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন নিয়ে দলে ফেরালাম৷ তিনি নিজে থেকে আমাদের দলের আদর্শ বা নেতৃত্ব সম্পর্কে কোনও খারাপ কথা বলেননি। যেটুকু বলেছেন তা তৃণমূলের চাপে পড়ে বলেছেন।’
advertisement
advertisement
সৌমেন নিজেও বলেন, ‘আমার শরীরটুকুই তৃণমূলে গিয়েছিল, মন যায়নি৷ তৃণমূল যেভাবে আদিবাসী, রাজবংশীদের উপরে অত্যাচার করছে তাতে আমার পক্ষে আর সেই দলে থাকা সম্ভব নয়৷ এর সাম্প্রতিকতম উদাহরণ সন্দেশখালি৷’
২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর থেকে মুকুল রায় সহ বিজেপির দশজনেরও বেশি বিধায়ক শাসক দলে যোগ দিয়েছিলেন৷ লোকসভা নির্বাচনের আগে সৌমেন রায়ের প্রত্যাবর্তন তাই গেরুয়া শিবিরের কাছে যথেষ্টই গুরুত্বপূর্ণ৷ আর কোনও দল বদলু বিধায়ক কালিয়াগঞ্জের বিধায়কের পথ অনুসরণ করেন কি না, সেটাই এখন দেখার৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 28, 2024 7:00 PM IST







