সোমবার বিকেলেও ধেয়ে আসবে কালবৈশাখী, বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

Last Updated:

তীব্র দাবদাহ থেকে খানিক স্বস্তি ফিরিয়ে দিয়েছিল রবিবার বিকেলের আচমকা ঝড়-বৃষ্টি ৷

#কলকাতা: তীব্র দাবদাহ থেকে খানিক স্বস্তি ফিরিয়ে দিয়েছিল রবিবার বিকেলের আচমকা ঝড়-বৃষ্টি ৷ তাতে রাতভর নিশ্চিন্তে ঘুম হলেও সকাল হতেই শুরু গরমের ছ্যাঁকা ৷ সূর্য মাথায় উঠতেই চাঁদিফাটা রোদে টেকা দায় ৷ তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস ফিরিয়ে পারে ক্ষণিকের শান্তি ৷
গতকালের পর আজও কালবৈশাখী আশঙ্কার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ এদিন বিকেল থেকে সন্ধের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় ধেয়ে আসতে চলেছে কালবৈশাখী ৷ সঙ্গী হিসেবে ঝড়ের পিঠে সওয়ার হয়ে বৃষ্টিও ঝরবে মহানগরে ৷
শুধু কলকাতায় নয় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতরের ৷ বাংলাদেশ সীমান্তবর্তী জেলায় বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ নদিয়া, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনা, মালদহ ও দুই দিনাজপুরেও বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বেশি বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও কোচবিহারেও ৷
advertisement
advertisement
পূর্ব বিহারে তৈরি ঘূর্ণাবর্তের জেরেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোমবার ৷ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে রাজ্যে ঢুকছে জলীয় বাষ্প ৷ তার জেরেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷
শহরের এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির কাছে থাকবে ৷ বৃষ্টির ফলে তাপমাত্রা অনেকটা নিচে নেমে এসেছে ৷ যদিও বুধবারের পর থেকে আবার উর্ধ্বমুখী হবে পারদ ৷ বাড়বে তাপমাত্রা ৷ আগামী তিন চার দিন তাপপ্রবাহের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সোমবার বিকেলেও ধেয়ে আসবে কালবৈশাখী, বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement