সোমবার বিকেলেও ধেয়ে আসবে কালবৈশাখী, বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস
Last Updated:
তীব্র দাবদাহ থেকে খানিক স্বস্তি ফিরিয়ে দিয়েছিল রবিবার বিকেলের আচমকা ঝড়-বৃষ্টি ৷
#কলকাতা: তীব্র দাবদাহ থেকে খানিক স্বস্তি ফিরিয়ে দিয়েছিল রবিবার বিকেলের আচমকা ঝড়-বৃষ্টি ৷ তাতে রাতভর নিশ্চিন্তে ঘুম হলেও সকাল হতেই শুরু গরমের ছ্যাঁকা ৷ সূর্য মাথায় উঠতেই চাঁদিফাটা রোদে টেকা দায় ৷ তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস ফিরিয়ে পারে ক্ষণিকের শান্তি ৷
গতকালের পর আজও কালবৈশাখী আশঙ্কার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ এদিন বিকেল থেকে সন্ধের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় ধেয়ে আসতে চলেছে কালবৈশাখী ৷ সঙ্গী হিসেবে ঝড়ের পিঠে সওয়ার হয়ে বৃষ্টিও ঝরবে মহানগরে ৷
শুধু কলকাতায় নয় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতরের ৷ বাংলাদেশ সীমান্তবর্তী জেলায় বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ নদিয়া, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনা, মালদহ ও দুই দিনাজপুরেও বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বেশি বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও কোচবিহারেও ৷
advertisement
advertisement
পূর্ব বিহারে তৈরি ঘূর্ণাবর্তের জেরেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোমবার ৷ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে রাজ্যে ঢুকছে জলীয় বাষ্প ৷ তার জেরেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷
শহরের এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির কাছে থাকবে ৷ বৃষ্টির ফলে তাপমাত্রা অনেকটা নিচে নেমে এসেছে ৷ যদিও বুধবারের পর থেকে আবার উর্ধ্বমুখী হবে পারদ ৷ বাড়বে তাপমাত্রা ৷ আগামী তিন চার দিন তাপপ্রবাহের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 01, 2017 2:22 PM IST