Death news: মাত্র ৪৯ বছরেই জীবন শেষ... হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত কাজী নজরুল ইসলামের নাতি অনির্বাণ
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
পরিবার সূত্রে খবর, চিত্রশিল্পী অনির্বাণ স্ত্রীকে নিয়ে বেড়াতে গেছিলেন। হোটেলই তিনি হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু শেষরক্ষা হল না।
কলকাতা: মাত্র ৪৯ বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত কাজী নজরুল ইসলামের নাতি কাজী অনির্বাণ। বিদ্রোহী কবির পুত্র কাজী অনিরুদ্ধর বড় ছেলে তিনি। পরিবার সূত্রে খবর, চিত্রশিল্পী অনির্বাণ স্ত্রীকে নিয়ে বেড়াতে গেছিলেন। হোটেলই তিনি হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু শেষরক্ষা হল না।
জানা যাচ্ছে, সুইজারল্যান্ডে থাকাকালীন হৃদরোগে আক্রান্ত হন তিনি। সেখানকার এক হোটেলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কাজী অনির্বাণই ছিলেন তিন ভাই বোনের সবথেকে বড়।
advertisement
অনির্বাণের প্রয়াণের খবর নিশ্চিত করেছেন নজরুলের বড় ছেলে কাজী সব্যসাচীর কন্যা ও বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী খিলখিল কাজী। তাঁর মরদেহ খুব তাড়াতাড়ি কলকাতায় নিয়ে আসার চেষ্টা চলছে। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
October 04, 2024 3:19 PM IST