Duck Eggs : চাহিদা বেড়েছে, দামও আকাশছোঁয়া! হাঁস পালনে 'সোনার খনি' দেখছেন অনেকে! যা শুরু হল...
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Duck Eggs : খুচরো বাজারে প্রতিপিস ব্রয়লার মুরগির ডিমের দর ৮ টাকায় দাঁড়িয়েছে। হাঁসের ডিমের দর জোড়া ৩০ টাকা। এমন অবস্থায় হাঁস পালনের সংখ্যা বাড়েই ডিমের দাম আয়ত্তে আসতে পারে বলেই মনে করা হচ্ছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, “গ্রামে হাঁস পালন প্রসারে সরকারের বিশেষ উদ্যোগ”। যোগ্য কৃষক দের বিনামূল্য হাঁসের ছানা প্রদান করা হচ্ছে। আধুনিক পদ্ধতিতে হাঁস পালন, খাদ্য ব্যবস্থাপনা ও রোগ প্রতিরোধ বিষয়ে বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা। মুর্শিদাবাদের কান্দি ব্লকের যশোহরি আনুখা ১নং গ্রাম পঞ্চায়েতের উদ্যাগে হাঁস তুলে দেওয়া হল।
advertisement
advertisement
পঞ্চায়েত প্রধান এও জানান, আমাদের রাজ্যের আবহাওয়া হাঁস পালনে খুবই উপযোগী। হাঁস পালন করলে একদিকে যেমন আর্থিক সচ্ছলতা এবং অন্যদিকে ডিম ও মাংস উভয়ই পাওয়া যায়। মাছের সঙ্গে হাঁসের চাষ একটি সমন্বিত খামার পদ্ধতি।একে অন্যের সহায়ক। পুকুরে মাছ ও হাঁস পালন পদ্ধতির সমন্বয় ঘটাতে পারলে খুব সীমিত জায়গায় উৎপাদন বেশি পাওয়া যাবে।