Kacha Badam Viral Song: কে এই "কাঁচা বাদাম" গানের নেপথ্যের শিল্পী ভুবন বাদ্যকর?

Last Updated:

Kacha Badam Viral Song: সেই গানে র‍্যাপ হয়েছে, নানান তালে, লয়ে ফেলে সেই গানকে নানাভাবে ব্যবহার করা হয়েছে। কিন্তু ভুবন বাদ্যকরকে ক’জন চিনলেন তাঁর গানের মাধ্যমে?

#বীরভূম: বিজ্ঞাপনের আর বিপণনের হাজারো কৌশল! ট্রেনে বা পাড়ার গলিতে ফেরি করতে আসা সেই বিক্রেতাদের সুর যেন আমাদের আজীবনের নস্টালজিয়া। হাজার পণ্যের জন্য হাজার অভিনব কৌশল। আর সোশ্যাল মিডিয়ার ভাষায় এখন এমন অভিনবত্বকে ‘ভাইরাল’ ( বলেই ডাকা হয়। নিমেষে ভাইরাল হয়ে যান স্টেশনের ফেরিওয়ালা থেকে শুরু করে বহূ দূর গ্রমের কোনও কিশোরী নৃত্যশিল্পী। যেমন হুট করে একদিন ‘ভাইরাল’ হয়ে গেলেন ভুবন বাদ্যকর (Kacha Badam Viral Song)।
advertisement
এই নামে অবশ্য কেউই চেনে না তাঁকে, কিন্তু চেনে তাঁর এক বিখ্যাত সৃষ্টিকে। মাসখানেক ধরে সোশ্যাল মিডিয়াতে হুল্লোড় ফেলে দেওয়া ‘কাঁচা বাদাম’ (Kacha Badam Viral Song) গানের জনক এই শিল্পী। ফেসবুক, ইনস্টাগ্রাম ও আরও যা যা সোশ্যাল মিডিয়া রয়েছে তাতে স্ক্রোল করলেই হামেশাই ভেসে আসছে এক বাদাম বিক্রেতার গান। সাইকেলে বাদামের ঝুড়ি নিয়ে তাঁর বিক্রির অভিনব কৌশল দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে নিমেষে। সেই গানে র‍্যাপ হয়েছে, নানা তালে, লয়ে ফেলে সেই গানকে নানাভাবে ব্যবহার করা হয়েছে। কিন্তু ভুবন বাদ্যকরকে (Bhubn Badyakar) ক’জন চিনলেন তাঁর গানের মাধ্যমে?
advertisement
advertisement
বীরভূমের লক্ষ্মীনারায়ণপুরের কুরালজুড়ি গ্রামের বাসিন্দা ভুবন (Bhubn Badyakar)। বাদাম বিক্রি করেই সংসার চালান তিন সন্তানের বাবা ভুবন বাদ্যকর। কাঁচা বাদাম বিক্রি করতে গিয়েই এই গানটি (Kacha Badam Viral Song) বেঁধেছেন তিনি। আর সেই ভিডিও ছড়িয়ে পড়তেই বিক্রিও বেড়েছে তাঁর।
advertisement
সম্প্রতি নিজের এই গানের স্বত্ত্বাধিকার দাবি করেছেন ভুবন। বিভিন্ন জায়গায় গানটি ছড়িয়ে পড়েছে ঠিকই কিন্তু কোথাও গানের এবং সুরের স্রষ্টাকে সামনে আনাই হয়নি। এক সংবাদমাধ্যমকে সাফ জানিয়েছিলেন তিনি, “আমার গান সর্বত্র বাজছে ইন্টারনেটে, কিন্তু তাতে আমি তো একটা পয়সাও পাচ্ছি না। আমি আমার গানের স্বত্ত্বাধিকার চাই এবং লভ্যাংশের অংশও চাই।” সম্প্রতি পুলিশেরও দ্বারস্থ হয়েছেন ভুবন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kacha Badam Viral Song: কে এই "কাঁচা বাদাম" গানের নেপথ্যের শিল্পী ভুবন বাদ্যকর?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement