Bhuban Badyakar: তৈরি হল ‘বাদাম-কাকুর’ মূর্তি ! ভুবন বাদ্যকার এবার গোপাল পুজোতেও

Last Updated:

Bhuban Badyakar's Statue: শিল্পী পরিমল পাল মাত্র ৫ দিনে কুমোরটুলিতে বানালেন এই মূর্তি। 

‘বাদাম-কাকুর’ মূর্তি এবার গোপাল পুজোয়
‘বাদাম-কাকুর’ মূর্তি এবার গোপাল পুজোয়
আবীর ঘোষাল, কলকাতা: এক ঝলক দেখলে চেনা চেনা লাগছে। কিন্তু বুঝে উঠতে সময় লাগছে। সত্যিই কি তিনি? গত তিনদিন কুমোরটুলি চত্বরের একটি  ক্লাব আয়োজিত গোপাল পুজোয় চমক ছিল তাকে ঘিরেই। অবশ্য কাকে নিয়ে কথা হচ্ছে? কথা হচ্ছে ভুবন বাদ্যকারকে নিয়ে। আরও সহজ করে বললে কথা হচ্ছে ‘বাদাম কাকু’কে নিয়ে৷ “বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম/ আমার কাছে নাইকো বুবু ভাজা বাদাম/ আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম (Kacha Badam)।” এই গানেই আপাতত সোশ্যাল মিডিয়া মুখর (Bhuban Badyakar's Statue)।
সেলিব্রিটি হন বা না হন ভুবন বাদ্যকরের গানের তালে কোমর দুলিয়ে সোশ্যাল মিডিয়ায় রিল বা ইনস্টা ভিডিও তৈরি করছেন আট থেকে আশি সকলেই। এমনকি, পৃথিবীর একাধিক দেশের মানুষ মজেছেন এই গানের সঙ্গেই। এ তো গেল সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং ভুবন বাদ্যকারের কথা! বাস্তব জগতেও ‘বাদাম কাকু’ জনপ্রিয়তার শিখরে। এবার কলকাতায় তৈরি হল ‘বাদাম কাকু’র মূর্তি। আর সেই মূর্তি দেখা গেল কুমোরটুলির পাশে স্বাধীন সংঘের মাঠে। যা দেখতে ভিড় জমিয়েছিলেন নানা বয়সের, নানা পেশার মানুষ। এর থেকেই বোঝা যায়, কতটা জনপ্রিয় ভুবন বাদ্যকার (Bhuban Badyakar)। ‘বাদাম কাকুর’ এই মূর্তি তৈরি করেছেন শিল্পী পরিমল পাল।
advertisement
advertisement
পরিমল পালের কথায়, “বাদাম কাকুর জনপ্রিয়তা এখন গোটা বিশ্বে। বাঙালিকে গোটা বিশ্বের কাছে তুলে ধরেছেন ভুবন বাদ্যকর। সে কারণেই তাঁর মূর্তি তৈরির সিদ্ধান্ত।” ভুবন বাদ্যকরের মূর্তি দেখতে চাইলে কুমোরটুলির ঢাকেশ্বরী মন্দিরের কাছে স্বাধীন সংঘের মণ্ডপে আপনাকে একবার ঢুঁ মারতেই হবে। কারণ, দোলপূর্ণিমা উপলক্ষে গোপাল পুজোয় ‘বাদামকাকু’র মূর্তিটি দেখতে পাওয়া গিযেছে। এই মূর্তি তৈরি করা হয়েছে মাত্র ৫ দিনেই। আপাতত চেষ্টা চলছে যদি কোনওভাবে এই মূর্তি সংরক্ষণ করে রাখা যায়। কালো প্যান্ট, গোলাপি জামা, গলায় গামছা, কপালে কাটা তিলক। দেখে বোঝার উপায় নেই কোনটা আসল আর কোনটা নকল মানে মূর্তি।
advertisement
তবে যাকে নিয়ে এত কীর্তি তিনি অবশ্য এটা এখনও স্বচক্ষে দেখেননি। আপাতত তিনি মুম্বইয়ে আছেন একটি কাজে। শুনেছেন তাঁর মূর্তি হয়েছে। স্বভাবতই তিনি খুশি। এ রাজ্যে ফিরলে একবার দেখতে চান কুমারটুলিতে এসে নিজেকে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bhuban Badyakar: তৈরি হল ‘বাদাম-কাকুর’ মূর্তি ! ভুবন বাদ্যকার এবার গোপাল পুজোতেও
Next Article
advertisement
Kuldeep Singh Sengar Bail Update: উন্নাও ধর্ষণ মামলায় সেঙ্গারের জামিনের বিরোধিতা, সুপ্রিম কোর্টে গেল সিবিআই!
উন্নাও ধর্ষণ মামলায় কুলদীপ সেঙ্গারের জামিনের বিরোধিতা, সুপ্রিম কোর্টে গেল সিবিআই!
  • উন্নাও ধর্ষণ মামলায় কুলদীপ সেঙ্গারের জামিনের বিরোধিতা৷

  • সুপ্রিম কোর্টে মামলা করল সিবিআই৷

  • দিল্লি হাইকোর্ট থেকে জামিন পান প্রাক্তন বিজেপি বিধায়ক৷

VIEW MORE
advertisement
advertisement