Bhuban Badyakar: তৈরি হল ‘বাদাম-কাকুর’ মূর্তি ! ভুবন বাদ্যকার এবার গোপাল পুজোতেও

Last Updated:

Bhuban Badyakar's Statue: শিল্পী পরিমল পাল মাত্র ৫ দিনে কুমোরটুলিতে বানালেন এই মূর্তি। 

‘বাদাম-কাকুর’ মূর্তি এবার গোপাল পুজোয়
‘বাদাম-কাকুর’ মূর্তি এবার গোপাল পুজোয়
আবীর ঘোষাল, কলকাতা: এক ঝলক দেখলে চেনা চেনা লাগছে। কিন্তু বুঝে উঠতে সময় লাগছে। সত্যিই কি তিনি? গত তিনদিন কুমোরটুলি চত্বরের একটি  ক্লাব আয়োজিত গোপাল পুজোয় চমক ছিল তাকে ঘিরেই। অবশ্য কাকে নিয়ে কথা হচ্ছে? কথা হচ্ছে ভুবন বাদ্যকারকে নিয়ে। আরও সহজ করে বললে কথা হচ্ছে ‘বাদাম কাকু’কে নিয়ে৷ “বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম/ আমার কাছে নাইকো বুবু ভাজা বাদাম/ আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম (Kacha Badam)।” এই গানেই আপাতত সোশ্যাল মিডিয়া মুখর (Bhuban Badyakar's Statue)।
সেলিব্রিটি হন বা না হন ভুবন বাদ্যকরের গানের তালে কোমর দুলিয়ে সোশ্যাল মিডিয়ায় রিল বা ইনস্টা ভিডিও তৈরি করছেন আট থেকে আশি সকলেই। এমনকি, পৃথিবীর একাধিক দেশের মানুষ মজেছেন এই গানের সঙ্গেই। এ তো গেল সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং ভুবন বাদ্যকারের কথা! বাস্তব জগতেও ‘বাদাম কাকু’ জনপ্রিয়তার শিখরে। এবার কলকাতায় তৈরি হল ‘বাদাম কাকু’র মূর্তি। আর সেই মূর্তি দেখা গেল কুমোরটুলির পাশে স্বাধীন সংঘের মাঠে। যা দেখতে ভিড় জমিয়েছিলেন নানা বয়সের, নানা পেশার মানুষ। এর থেকেই বোঝা যায়, কতটা জনপ্রিয় ভুবন বাদ্যকার (Bhuban Badyakar)। ‘বাদাম কাকুর’ এই মূর্তি তৈরি করেছেন শিল্পী পরিমল পাল।
advertisement
advertisement
পরিমল পালের কথায়, “বাদাম কাকুর জনপ্রিয়তা এখন গোটা বিশ্বে। বাঙালিকে গোটা বিশ্বের কাছে তুলে ধরেছেন ভুবন বাদ্যকর। সে কারণেই তাঁর মূর্তি তৈরির সিদ্ধান্ত।” ভুবন বাদ্যকরের মূর্তি দেখতে চাইলে কুমোরটুলির ঢাকেশ্বরী মন্দিরের কাছে স্বাধীন সংঘের মণ্ডপে আপনাকে একবার ঢুঁ মারতেই হবে। কারণ, দোলপূর্ণিমা উপলক্ষে গোপাল পুজোয় ‘বাদামকাকু’র মূর্তিটি দেখতে পাওয়া গিযেছে। এই মূর্তি তৈরি করা হয়েছে মাত্র ৫ দিনেই। আপাতত চেষ্টা চলছে যদি কোনওভাবে এই মূর্তি সংরক্ষণ করে রাখা যায়। কালো প্যান্ট, গোলাপি জামা, গলায় গামছা, কপালে কাটা তিলক। দেখে বোঝার উপায় নেই কোনটা আসল আর কোনটা নকল মানে মূর্তি।
advertisement
তবে যাকে নিয়ে এত কীর্তি তিনি অবশ্য এটা এখনও স্বচক্ষে দেখেননি। আপাতত তিনি মুম্বইয়ে আছেন একটি কাজে। শুনেছেন তাঁর মূর্তি হয়েছে। স্বভাবতই তিনি খুশি। এ রাজ্যে ফিরলে একবার দেখতে চান কুমারটুলিতে এসে নিজেকে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bhuban Badyakar: তৈরি হল ‘বাদাম-কাকুর’ মূর্তি ! ভুবন বাদ্যকার এবার গোপাল পুজোতেও
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement