Jyotipriya Mallick: জ্যোতিপ্রিয় জামিন পাবেন...? সুগার লেভেলের রিপোর্ট নিয়ে সংশয়! এবার 'অন্য' হাসপাতাল
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
Jyotipriya Mallick: আদালতের নির্দেশ মেনে নতুন করে স্বাস্থ্য পরীক্ষা হবে রেশন দুর্নীতি মামলায় জেলবন্দি প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের। আগামী ১১ সেপ্টেম্বর মধ্যে জ্যোতিপ্রিয় স্বাস্থ্য পরীক্ষা রিপোর্ট দিতে নির্দেশ বিচারপতি শুভ্রা ঘোষের।
কলকাতা: জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন ভাগ্য ঝুলে রইল স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টে। এবার স্বাস্থ্য পরীক্ষার জন্য ইস্টার্ন কমান্ড হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিককে পাঠাল হাইকোর্ট। আদালতের নির্দেশ মেনে নতুন করে স্বাস্থ্য পরীক্ষা হবে রেশন দুর্নীতি মামলায় জেলবন্দি প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের।
আগামী ১১ সেপ্টেম্বর মধ্যে জ্যোতিপ্রিয় স্বাস্থ্য পরীক্ষা রিপোর্ট দিতে নির্দেশ বিচারপতি শুভ্রা ঘোষের। কমান্ড হাসপাতালে জেল কতৃপক্ষের পাশাপাশি ইডি নজরদারিতে থাকবেন জ্যোতিপ্রিয়৷ তাঁর সুগার মাত্রা নিয়ে সংশয় প্রকাশ করেছে ইডি। ৫০০ বেশি সুগার মাত্রায় HBA1C মাত্রা কীভাবে মাত্র ৭.২। SSKM দেওয়া রিপোর্ট নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ইডি। তারই পরিপ্রেক্ষিতে এবার জ্যোতিপ্রিয়র স্বাস্থ্য পরীক্ষা করে দ্বিতীয় মতামত জানতে কমান্ড হাসপাতালকে নিযুক্ত করল হাইকোর্ট। ১২ সেপ্টেম্বর ফের মামলার শুনানি।
advertisement
advertisement
প্রসঙ্গত, জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সম্প্রতি তাঁকে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাঁর স্বাস্থ্য রিপোর্ট চায় আদালত, সেই রিপোর্ট কোর্টের কাছে জমা দিয়ে জ্যোতিপ্রিয়র জামিন চান তাঁর আইনজীবী। জ্যোতিপ্রিয়র আইনজীবীর দাবি, জ্যোতিপ্রিয় বারবার অসুস্থ হয়ে পড়ছেন। তাঁর বুকে ব্যথা হচ্ছে। ফলে তাঁকে যেন জামিন দেওয়া হয়। এদিকে, ওই রিপোর্ট জমা দেওয়ার পরই সংশয় প্রকাশ করেছে ইডি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 04, 2024 4:55 PM IST