অনলাইনে পিটিশন, সোনিকার জন্য চাই #Justice

Last Updated:

চাই ন্যায় ! কেন সঠিকভাবে তদন্ত হচ্ছে না সোনিকা মৃত্যুর ? প্রশ্ন উঠছে নানা দিক থেকে ৷

#কলকাতা: চাই ন্যায় ! কেন সঠিকভাবে তদন্ত হচ্ছে না সোনিকা মৃত্যুর ? প্রশ্ন উঠছে নানা দিক থেকে ৷ আর সেই প্রশ্নকে সঙ্গে নিয়েই এবার ইন্টারনেটে আবেদন করেছে তিন হাজারেরও বেশি মানুষ ৷
সোনিকার জন্য ‘জাস্টিস’ চেয়ে এবার কলকাতা পুলিশ ও মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো শুরু হল। অনলাইনে সোনিকার জন্য পিটিশন জানাতে শুরু করেছেন অনেকেই। কালিকাপ্রসাদের চালককে যদি গ্রেফতার করা হয়, তাহলে বিক্রম নয় কেন? এই প্রশ্নই উঠছে চারিদিক থেকে । পাশাপাশি, দুর্ঘটনার দিন রাতে নাইট ক্লাবে বিক্রমের মদ্যপানের ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসতেই সরব হন বহু। সোশ্যাল মিডিয়ায় অভিযোগ জানাতে শুরু করেছিলেন অনেকেই। এবার সোনিকার জন্য ন্যায়বিচার চেয়ে আবেদন জানানো যাচ্ছে www.change.org ওয়েবসাইটে।
advertisement
সোমবার সোনিকার বন্ধু-বান্ধবী, আত্মীয়স্বজ্জনরা শহরের রাজপথে সোনিকার জন্য ন্যায় বিচার চেয়ে, মোমবাতি মিছিলেও সামিল হয়েছিল ৷ সেই মিছিলে অংশ নিয়েছিলেন অভিনেত্রী ও বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় ৷
advertisement
ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় ৷ বিক্রমের সহ আরোহী মডেল-অ্যাঙ্কার সনিকা চৌহানের মৃত্যু হয়েছে ৷
পুলিশ সূত্রে খবর, রাসবিহারি ক্রসিংয়ের কাছে লেক মলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়ে অভিনেতার গাড়ি ৷ ডিভাইডারে ধাক্কা লেগে ফুটপাতের একটি দোকানে ঢুকে যায় সাদা টয়োটা গাড়িটি ৷ গতির তীব্রতায় গাড়িটি ১৮০ ডিগ্রি ঘুরে কয়েকবার পাল্টি খায় ৷
advertisement
নিজেই গাড়িটি ড্রাইভ করছিলেন বিক্রম ৷ ড্রাইভিং সিটের পাশের আসনেই বসেছিলেন জনপ্রিয় মডেল-অ্যাঙ্কার সনিকা সিং চৌহান ৷ ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
অনলাইনে পিটিশন, সোনিকার জন্য চাই #Justice
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement