Justice Abhijit Ganguly: পদত্যাগ করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়! ভোটে দাঁড়াবেন, কোন দলে? স্পষ্ট করলেন সব
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:ARNAB HAZRA
Last Updated:
Justice Abhijit Ganguly: একটি বৈদ্যুতিন মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, কলকাতা হাইকোর্টে সোমবারই তাঁর শেষ দিন। তাঁর হাতে যে ক’টি মামলা রয়েছে, সোমবার হাইকোর্টে গিয়েই সেগুলি ছেড়ে দেবেন।''
কলকাতা: বিচারপতি পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আগামী মঙ্গলবার পদত্যাগ করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আচমকাই এই পদত্যাগের সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। আর এই পদত্যাগের সিদ্ধান্তের পরই তাঁর রাজনীতিতে যোগদানের তীব্র জল্পনা ছড়িয়েছে। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেস ছাড়া ২ রাজনৈতিক দল থেকে যোগদানের আহ্বান জানানো হয়েছে তাঁকে। তবে, অভিজিৎ বাবু কোনও দলে যোগ দেবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়।
একটি বৈদ্যুতিন মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, কলকাতা হাইকোর্টে সোমবারই তাঁর শেষ দিন। তাঁর হাতে যে ক’টি মামলা রয়েছে, সোমবার হাইকোর্টে গিয়েই সেগুলি ছেড়ে দেবেন। মঙ্গলবার তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠাবেন। এমনকী তিনি কোনও রাজনৈতিক দলে যোগ দেবেন কিনা, তা নিয়ে প্রশ্ন করা হলে, সরাসরিই বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, ”আমাকে কোনও রাজনৈতিক দলে যোগ দিলে তারা আমাকে টিকিট দিলে, অবশ্যই ভেবে দেখব।”
advertisement
advertisement
সম্প্রতি বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিয়ে রাজনৈতিক মহলেও তুমুল শোরগোল পড়েছে। রাজ্যের বিভিন্ন দুর্নীতি মামলায় এজলাসে বসে মমতা বন্দ্যোপাধ্য়ায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে নানা কথা বলতে শোনা গিয়েছিল বিচারপতি গঙ্গোপাধ্য়ায়কে। সে সব নিয়ে পাল্টা আসরে নামে তৃণমূলও।
advertisement
আরও পড়ুন: ‘আসানসোল থেকে লড়ব না’, বিস্ফোরক পবন সিং! সরলেন ২৪ ঘণ্টার মধ্যেই, বিরাট বিড়ম্বনায় বিজেপি
তৃণমূলের তৎকালীন মুখপাত্র কুণাল ঘোষ তাঁকে চ্যালেঞ্জ করে বলেছিলেন, ”অবসরের বেশিদিন বাকি নেই। তার আগেই আপনি স্বেচ্ছাবসর নিয়ে আসুন না রাজনৈতিক ময়দানে। তার পর দেখা যাবে।” কুণালের সেই কথাই কার্যত ফলে গেল। বিচারপতি পদ থেকে অবসর নিয়ে এবার কি ভোটের ময়দানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়? জল্পনার অবসান ঘটবে খুব শীঘ্রই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 03, 2024 3:30 PM IST