Manik Bhattacharya: জেলেও বিপাকে মানিক, প্রয়োজনে রাত ১২টার পরেও জিজ্ঞাসাবাদ! সিবিআই-কে নির্দেশ বিচারপতির
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
এই মামলার তদন্তে তিনি যে কোনও ঢিলেমি বরদাস্ত করবেন না, তাও স্পষ্ট করে দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷
কলকাতা: ফের বিপাকে প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য৷ নিয়োগ দুর্নীতি সংক্রান্ত নতুন একটি মামলায় আজই জেলে গিয়ে মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করার জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ প্রয়োজনে মানিক ভট্টাচার্যকে হেফাজতে নেওয়ার জন্য দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি-কে নির্দেশ দিয়েছেন তিনি৷
২০২০ সালের নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত একটি দুর্নীতির নতুন মামলায় এই নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ যে দুর্নীতিকে এ দিন ডিজাইনড কোরাপশন বলে উল্লেখ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ মামলাকারীর অভিযোগ, মূলত চারটি জেলা বীরভূম, বাঁকুড়া, হুগলি এবং মুর্শিদাবাদে এই দু্র্নীতি হয়৷ ২০২০ সালের নিয়োগ প্রক্রিয়ায় এই জেলায় কোনও শূন্যপদ নেই বলে চাকরিপ্রার্থীদের জানানো হয়৷ বাধ্য হয়েই এই চার জেলার কোনও স্কুলে যাঁরা চাকরি নিতে ইচ্ছুক ছিলেন, তাঁদের দূরবর্তী কোনও জেলার স্কুল বাছতে হয়৷
advertisement
advertisement
advertisement
এই সমস্ত অভিযোগ শুনেই সিবিআই এবং ইডি-কে যৌথ ভাবে এই পরিকল্পিত দুর্নীতির তদন্তের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ এই মুহূর্তে প্রেসিডেন্সি জেলে জেল হেফাজতে রয়েছেন তৃণমূল বিধায়ক মানিক বন্দ্যোপাধ্যায়৷ বিচারপতির নির্দেশ, আজই দু জন সিবিআই আধিকারিক জেলে গিয়ে মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ শুরু করবেন৷ মানিক ভট্টাচার্য তদন্তে সহযোগিতা না করলে তাঁকে গ্রেফতার করে হেফাজতে নেওয়ার জন্যও সিবিআই এবং ইডি-কে নির্দেশ দিয়েছেন বিচারপতি৷
advertisement
এই মামলার তদন্তে তিনি যে কোনও ঢিলেমি বরদাস্ত করবেন না, তাও স্পষ্ট করে দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ প্রেসিডেন্সি জেলের সুপারকেও তদন্তে সহযোগিতার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ তাঁর নির্দেশ, আজ গোটা জিজ্ঞাসাবাদ পর্ব সিবিআই মোবাইল বন্দি করবে৷ আগামিকাল থেকে জিজ্ঞাসাবাদের ভিডিওগ্রাফি করা হবে৷ রাত বারোটা পেরিয়ে গেলেও প্রয়োজনে তার পর সিবিআই জিজ্ঞাসাবাদ চালিয়ে যেতে পারবে বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ পাশাপাশি এই দুর্নীতিতে কীভাবে আর্থিক লেনদেন হয়েছিল, তার সূত্র ধরে তদন্ত করবে ইডি৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 25, 2023 7:08 PM IST