India Alliance: মোদিকে ধন্যবাদ মমতার, জবাব দিলেন রাহুলও! প্রধানমন্ত্রীর ইন্ডিয়া মন্তব্যে জোর বিতর্ক
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
প্রধানমন্ত্রীর এই আক্রমণের পর পরই তার জবাব দিতে শুরু করলেন বিরোধী জোটের নেতারা৷
কলকাতা: বিজেপি-র সংসদীয় কমিটির বৈঠকে ইন্ডিয়ান মুজাহিদিন, পিএফআই-এর মতো জঙ্গি সংগঠনের সঙ্গে বিরোধী জোটের তুলনা টেনেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ নিয়েছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামও৷ প্রধানমন্ত্রীর যুক্তি ছিল, ইন্ডিয়ান মুজাহিদিন, পিএফআই, ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামেও ইন্ডিয়া শব্দটি ছিল৷ যদিও এরা প্রত্যেকেই দেশের পক্ষে ক্ষতিকারক৷
প্রধানমন্ত্রীর এই আক্রমণের পর পরই তার জবাব দিতে শুরু করলেন বিরোধী জোটের নেতারা৷ মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে কটাক্ষের সুরেই বলেছেন, ‘প্রধানমন্ত্রী ইন্ডিয়া নাম গ্রহণ করেছেন৷ তার জন্য তাঁকে ধন্যবাদ৷ ইন্ডিয়ান টিম যখন খেলতে নামে তখন কেউ তাদের মুজাহিদিন বলেন? ইন্ডিয়া নামের সঙ্গে যত বাজে বাজে কথা বলবেন, ততই ইন্ডিয়া জনপ্রিয়তা পাবে৷’
advertisement
advertisement
Call us whatever you want, Mr. Modi.
We are INDIA.
We will help heal Manipur and wipe the tears of every woman and child. We will bring back love and peace for all her people.
We will rebuild the idea of India in Manipur.
— Rahul Gandhi (@RahulGandhi) July 25, 2023
advertisement
কংগ্রেস নেতা রাহুল গাঁধিও প্রধানমন্ত্রীর কটাক্ষের জবাব দিয়েছেন৷ ট্যুইট করে রাহুল লিখেছেন, ‘আমাদের আপনি যা ইচ্ছে বলুন মিস্টার মোদি৷ কিন্তু আমরা ইন্ডিয়া৷ আমরা মণিপুরের যন্ত্রণা লাঘব করার পাশাপাশি প্রত্যেক মহিলা এবং শিশুর চোখের জল মুছে দেব৷ আমরা ভারতের সব মানুষের জন্য ভালবাসা এবং শান্তি ফিরিয়ে আনব৷ যে ভাবনা নিয়ে ভারতবর্ষ, তা আমরা মণিপুরে পুনরায় প্রতিষ্ঠা করব৷’
advertisement
প্রধানমন্ত্রী যেভাবে এ দিন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে বিরোধী জোটের তুলনা টেনেছেন, তা নিয়ে দেশজুড়ে বিতর্কের সৃষ্টি হয়েছে৷ বামেদেরও দাবি, বিরোধী ঐক্য দেখে ভয় পেয়ে গিয়েই প্রধানমন্ত্রী এমন মন্তব্য করছেন৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 25, 2023 6:09 PM IST