Justice Abhijit Ganguly: রাত ১০টার মধ্যেই চাই রিপোর্ট! ভুয়ো ডিরেক্টর নিয়োগ মামলায় কড়া বিচারপতি গঙ্গোপাধ্যায়
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:ARNAB HAZRA
Last Updated:
Justice Abhijit Ganguly: সারদা চিটফান্ড কায়দায় 'ভুয়ো' ডিরেক্টর নিয়োগ মামলায় বড় নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ED কে অনুসন্ধানের তদন্তভার দিয়ে রাতের মধ্যেই প্রাথমিক তদন্ত রিপোর্ট দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
কলকাতা: সারদা চিটফান্ড কায়দায় ‘ভুয়ো’ ডিরেক্টর নিয়োগ মামলায় বড় নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ED কে অনুসন্ধানের তদন্তভার দিয়ে রাতের মধ্যেই প্রাথমিক তদন্ত রিপোর্ট দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
বিচারপতির নির্দেশে এই মামলায় ED র পাশাপাশি তদন্ত করবে Serious Fraud Investigation Office এর আধিকারিকরা। হাইকোর্টের শেরিফের ঘরেই অনুসন্ধান পর্ব সারার নির্দেশ বিচারপতির। তাঁর আরও নির্দেশ, রাত ১০টা পর্যন্ত হাইকোর্টে থাকছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর তারমধ্যেই প্রাথমিক অনুসন্ধান রিপোর্ট আজই জানাতে হবে বিচারপতিকে।
advertisement
advertisement
দুপুরেই ৫ ডিরেক্টরকে আদালতে শেরিফের অফিসে নিয়ে যাওয়ার নির্দেশ দেন বিচাপতি বন্দ্যোপাধ্যায়। আজই এই পাঁচ জনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে Serious Fraud Investigation Office এর আধিকারিকরা। নির্দেশ অনুসারে, প্রাথমিক অনুসন্ধান বা জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পাওয়া যাবে সেটা ED কে জানাবে SFIO. তারপর প্রয়োজনীয় পদক্ষেপ করবে ED. – নির্দেশ বিচারপতির। বিচাপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “আমি চাই আসল অপরাধীরা ধরা পড়ুক। মামলায় পার্টি করা হল ED এবং SFIO কে।”
advertisement
ডেল্টা লিমিটেড এবং ওড়িশা রিয়ালিটি প্রাইভেট লিমিটেড- এই দুই সংস্থার ৫ ডিরেক্টরকে আদালতে হাজিরার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির মন্তব্য, দুই সংস্থা সম্পর্কে প্রায় কিছুই না এই পাঁচ ডিরেক্টর। পর্যবেক্ষণে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “কিছুই জানেন না এঁরা। সংস্থার আয় ব্যয় বা কার্য প্রণালী নিয়েও বিচারপতির কোনও প্রশ্নের উত্তর দিতে পারেননি তারা। এরা সবাই জুট মিলের সুপারভাইজার থেকে ডিরেক্টর হয়েছেন। এমনকি কে এদের ডিরেক্টর হওয়ার প্রস্তাব দিয়েছেন সেটাও জানেন না।” এই পাঁচ জন এখনও কোনও অপরাধ করেনি বলে মনে হচ্ছে। তবে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলেই মন্তব্য বিচারপতির।
advertisement
অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও বলেন, “এঁদের সাজিয়ে রেখে কেউ পিছন থেকে কাজ করছে। এদের বলির পাঁঠা করা হচ্ছে। এরা চাইলে পদত্যাগ করতে পারেন। এখনও এদের গ্রেফতার করার কোন প্রয়োজন নেই। এদের সম্মানহানি যেন না হয়।”
প্রসঙ্গত, শ্রম ও শিল্প সংক্রান্ত মামলার বিচারে বসে প্রথম বড় কোনও নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ২ ফেব্রুয়ারি থেকে নতুন বিচার্য বিষয়ের মামলার শুনানি করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মামলায় ED কে তদন্তের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ে’র। ED র পাশাপাশি তদন্ত করবে SFIO (Special Fraud Investigation Office) এর আধিকারিকরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 08, 2024 6:32 PM IST