Junior Doctors Hunger Strike: আমরণ অনশন প্রত্যাহার জুনিয়র চিকিৎসকদের, স্থগিত মঙ্গলবারের স্বাস্থ্য ধর্মঘটও

Last Updated:

নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দু ঘণ্টা বৈঠক হয় জুনিয়র চিকিৎসকদের৷

অনশন প্রত্যাহার করলেন জুনিয়র চিকিৎসকরা৷
অনশন প্রত্যাহার করলেন জুনিয়র চিকিৎসকরা৷
কলকাতা: নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর শেষ পর্যন্ত আমরণ অনশনের কর্মসূচি প্রত্যাহার করলেন জুনিয়র চিকিৎসকরা৷ টানা ১৭  দিন অনশন চলার পর শেষ পর্যন্ত নমনীয় হলেন জুনিয়র চিকিৎসকরা৷ তবে রাজ্য সরকার অথবা মুখ্যমন্ত্রীর অনুরোধে তাঁরা অনশন তুলছেন বলে মানতে চাননি জুনিয়র চিকিৎসকরা৷ বরং এ দিন নবান্নে মুখ্যমন্ত্রী এবং প্রশাসনিক কর্তাদের ভূমিকা এবং শরীরী ভাষা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা৷ তা সত্ত্বেও আরজি করের নির্যাতিতা মহিলা চিকিৎসকের বাবা-মা এবং সাধারণ মানুষের অনুরোধের কথা মাথায় রেখেই তাঁরা অনশন প্রত্যাহার করছেন বলে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে৷
জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে চিকিৎসক দেবাশিস হালদার জানিয়েছেন, আপাতত ন্যায়বিচারের দাবিতে আগামী শনিবার আরজি কর হাসপাতালেই গণকনভেশনের ডাক দেওয়া হয়েছে৷ সেই গণকনভেনশনে সাধারণ মানুষকেও আমন্ত্রণ জানানো হয়েছে৷ রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী যে যে প্রতিশ্রুতি জুনিয়র চিকিৎসকদের দিয়েছেন, সেগুলি পূরণ হল কি না, তার দিকেও নজর রাখবেন আন্দোলনকারীরা৷
advertisement
advertisement
আন্দোলনকারী অন্যতম চিকিৎসক দেবাশিস হালদার বলেন, ‘আজকের বৈঠকে ছাত্র নির্বাচন, বৈঠকের লাইভ স্ট্রিমিং, রাজ্য স্তরের টাস্ক ফোর্স সহ বেশ কিছু প্রতিশ্রুতি আমরা আদায় করতে পেরেছি৷ তবে আজকের বৈঠকেও প্রশাসনের কিছু শরীরী ভাষা একেবারেই ইতিবাচক লাগেনি৷ উই ওয়ান্ট জাস্টিস লেখা ব্যাচ পরে নবান্নে ঢুকতে দেওয়া হয়নি৷ আমাদের বার বার ধমক দেওয়া হয়েছে, চুপ করিয়ে দেওয়া হয়েছে৷ তবে বেশ কিছু নির্দেশিকা জারি করার কথা ওনারা বলেছেন, সেগুলি হবে কি না আমরা দেখব৷’
advertisement
জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়, এ দিন নির্যাতিতা মহিলা চিকিৎসকের বাবা-মা এসে ধর্মতলার মঞ্চে এসে অনশন প্রত্যাহার করে নেওয়ার জন্য তাঁদের অনুরোধ করেন৷ পাশাপাশি বহু সাধারণ মানুষও একই অনুরোধ করেছেন৷ সেই কারণেই অনশন কর্মসূচি আপাতত প্রত্যাহার করা হচ্ছে৷
প্রথম দিন থেকে অনশনকারী জুনিয়র চিকিৎসক অর্ণব মুখোপাধ্যায় বলেন, আপাতত নির্যাতিতার বাবা-মায়ের অনুরোধে অনশন ভাঙলেও ভবিষ্যতে প্রয়োজন হলে ফের অনশনে বসবেন তাঁরা৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Junior Doctors Hunger Strike: আমরণ অনশন প্রত্যাহার জুনিয়র চিকিৎসকদের, স্থগিত মঙ্গলবারের স্বাস্থ্য ধর্মঘটও
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement