Lalbazaar Abhijan রাত ৩:৪৫, হঠাৎ জাতীয় সঙ্গীত ধরলেন জুনিয়র চিকিৎসকরা! তড়িঘড়ি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন পুলিশকর্মীরা

Last Updated:

জাতীয় সঙ্গীতের আগে অবশ্য অন্য গানও ধরেন বিক্ষোভকারী জুনিয়র চিকিৎসকরা৷

পুলিশের সামনেই গান জুনিয়র চিকিৎসকদের৷
পুলিশের সামনেই গান জুনিয়র চিকিৎসকদের৷
কলকাতা: ব্যারিকেডের একপাশে রাস্তায় বসে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা৷ আর ব্যারিকেডের ওপারে চেয়ারে বসে পুলিশকর্মীরা৷ সোমবার দুপুরের পর থেকে এটাই ছিল লালবাজারের অদূরে ফিয়ার্স লেনের সামনে বি বি গাঙ্গুলি  স্ট্রিটের ছবি৷
নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে রাতভর রাস্তাতেই বসেছিলেন জুনিয়র চিকিৎসকরা৷ চলছিল স্লোগান, গান৷ শান্তিপূর্ণ বিক্ষোভ হওয়ায় পুলিশকর্মীরাও চেয়ারে খানিক নিশ্চিন্ত হয়েই বসেছিলেন৷ আচমকাই ভোররাত পৌনে চারটে নাগাদ জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেন জুনিয়র চিকিৎসকরা৷ জাতীয় সঙ্গীত শুনে তড়িঘড়ি উঠে দাঁড়ান চেয়ারে বসে থাকা পুলিশকর্মীরা৷ জুনিয়র চিকিৎসকদের সূত্রে অবশ্য খবর, পুুলিশকর্মীদের চেয়ার ছেড়ে দাঁড় করাতেই জাতীয় সঙ্গীত গাওয়ার সিদ্ধান্ত হয়৷
advertisement
যদিও জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে কযর্তব্যরত পুলিশকর্মীদের জলের বোতল, বিস্কুট দেওয়া হয়৷ যদিও সেসব ফিরিয়ে দেন পুলিশকর্মীরা
advertisement
তবে জাতীয় সঙ্গীতের আগে অবশ্য অন্য গানও ধরেন বিক্ষোভকারী জুনিয়র চিকিৎসকরা৷ লালবাজারের অদূরে দাঁড়িয়েই সমস্বরে ‘পুলিশ চোরের প্রেমে পড়েছে’, এমন গানও গাইতে শোনা যায় জুনিয়র চিকিৎসকদের৷
advertisement
সন্দীপ ঘোষের গ্রেফতারিকে নিজেদের নৈতিক জয় বলে মেনে নিলেও নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা৷ নিজেদের ঘোষণা মতো সোমবার সারারাত বি বি গাঙ্গুলী স্ট্রিটের উপরে লালবাজারগামী রাস্তায় বসে থাকেন তাঁরা৷ রাতেই বিক্ষোভকারী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে দেখা করতে আসেন অভিনেত্রী চৈতি ঘোষাল, সুদীপ্তা চক্রবর্তী, দেবলীনা দত্তরা৷ জুনিয়র চিকিৎসকরা নিজেদের দাবিতে অনড় থেকে জানিয়েছেন, নগরপালের পদ থেকে ইস্তফা দিতে হবে বিনীত গোয়েলকে৷
advertisement
সোমবার লালবাজারের কাছে জুনিয়র চিকিৎসকদের মিছিল ব্যারিকেড করে আটকে দেয় পুলিশ৷ এর পরই রাস্তার উপরেই বসে পড়েন জুনিয়র চিকিৎসকরা৷ তাঁরা দাবি করেন, হয় বিনীত গোয়েলকে এসে তাঁদের সঙ্গে কথা বলতে হবে, নয়তো পদত্যাগ করতে হবে৷ পাল্টা পুলিশের পক্ষ থেকে জুনিয়র চিকিৎসকদের প্রস্তাব দেওয়া হয়, প্রতিনিধি দল পাঠিয়ে নগরপালের সঙ্গে দেখা করে তাঁরা নিজের দাবি দাওয়া জানাতে পারেন৷
advertisement
বিক্ষোভকারী জুনিয়র চিকিৎসকরা সেই প্রস্তাব মানেননি৷ দুপুর দুটোর পর থেকে রাস্তার উপরেই বসে থাকেন তাঁরা৷ তখনই তাঁরা হুঁশিয়ারি দেন, প্রয়োজনে সারা রাত তাঁরা রাস্তাতেই বসে থাকবেন৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Lalbazaar Abhijan রাত ৩:৪৫, হঠাৎ জাতীয় সঙ্গীত ধরলেন জুনিয়র চিকিৎসকরা! তড়িঘড়ি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন পুলিশকর্মীরা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement