Abhijit Ganguly অভিজিৎকে গো ব্যাক স্লোগান জুনিয়র চিকিৎসকদের, ফিরে যেতে বাধ্য হলেন বিজেপি সাংসদ

Last Updated:

রাজনৈতিক কোনও নেতাকেই যে তাঁরা নিজেদের বিক্ষোভে চান না, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্য করে সেই ঘোষণাও করে দেন জুনিয়র চিকিৎসকরা৷

অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ফিরিয়ে দিলেন জুনিয়র চিকিৎসকরা৷ ছব-এএনআই
অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ফিরিয়ে দিলেন জুনিয়র চিকিৎসকরা৷ ছব-এএনআই
কলকাতা: নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে রাতভর রাস্তায় বসে থাকা জুনিয়র চিকিৎসকদের সঙ্গে দেখা করতে গিয়ে গো ব্যাক স্লোগান শুনলেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ সোমবার রাতে বি বি গাঙ্গুলি স্ট্রিটে উপর বসে থাকা বিক্ষোভকারী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে দেখা করতে যান তমলুকের বিজেপি সাংসদ৷
যদিও তাঁকে দেখামাত্রই গো ব্যাক স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারী জুনিয়র চিকিৎসকরা৷ রাজনৈতিক কোনও নেতাকেই যে তাঁরা নিজেদের বিক্ষোভে চান না, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্য করে সেই ঘোষণাও করে দেন জুনিয়র চিকিৎসকরা৷ এর পরেই কার্যত অস্বস্তিতে পড়েই ঘটনাস্থল ছাড়েন বিজেপি সাংসদ৷ তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাবি করেন, কোনও রাজনৈতিক ব্যক্তি হিসেবে নন, শহরের একজন বাসিন্দা হিসেবেই জুনিয়র চিকিৎসকদের পাশে থাকতে এসেছিলেন তিনি৷ জুনিয়র চিকিৎসকরা তাঁকে ভুল বুঝেছেন বলেও দাবি করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷
advertisement
advertisement
জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভের মুখে পড়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমি কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নই, একজন সহ নাগরিক হিসেবেই এই আন্দোলনে জুনিয়র চিকিৎসকদের পাশে থাকতে এসেছিলাম৷ কিন্তু ওঁরা আমাকে ভুল বুঝেছেন৷ কারণ ওঁরা নিজেদের আন্দোলন নিজস্ব কিছু নীতির উপর ভিত্তি করে চালিয়ে নিয়ে যাচ্ছেন৷ আমি সেভাবে কোনও রাজনীতির মানুষ নই৷’
advertisement
advertisement
তবে বিজেপি সাংসদ দাবি করেন, ‘নগরপালের অবশ্যই উচিত ছিল জুনিয়র চিকিৎসকদের সঙ্গে দেখা করা৷ ওঁরা তো দুষ্কৃতী নয়৷’
আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা অবশ্য প্রথম থেকেই বলে আসছেন, তাঁরা নিজেদের আন্দোলনে রাজনীতির কোনও রং লাগতে দিতে চান না৷ তবে রাজনৈতিক নেতাদের ফিরিয়ে দিলেও সোমবার রাতে রাস্তায় বসে থাকা জুনিয়র চিকিৎসকদের সঙ্গে দেখা করেছেন তিনি অভিনেত্রী দেবলীনা দত্ত, চৈতি ঘোষাল এবং সুদীপ্তা চক্রবর্তী৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhijit Ganguly অভিজিৎকে গো ব্যাক স্লোগান জুনিয়র চিকিৎসকদের, ফিরে যেতে বাধ্য হলেন বিজেপি সাংসদ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement