Mamata Junior Doctors Meeting: দুটি নাম নিলেন জুনিয়র ডাক্তাররা, আত্মপক্ষ সমর্থনের যুক্তিতে মুখ্যমন্ত্রী বললেন, 'নাম নেবেন না'!
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Mamata Junior Doctors Meeting: নবান্নে শুরু হয়ে গেল জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক। বিকেল ৪ টে ২৯ মিনিটে নবান্নে পৌঁছে যান জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল। ৫ টা থেকেই শুরু হল বৈঠক। বৈঠকে জুনিয়র ডাক্তাররা তাদের দাবি তুলে ধরলেন কলেজ ভিত্তিক মনিটরিং কমিটি প্রতিটা ক্ষেত্রে জুনিয়র ডক্টরদের প্রতিনিধি থাকবে নির্বাচনের ভিত্তিতে।
কলকাতা: নবান্নে শুরু হয়ে গেল জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক। বিকেল ৪ টে ২৯ মিনিটে নবান্নে পৌঁছে যান জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল। ৫ টা থেকেই শুরু হল বৈঠক। বৈঠকে জুনিয়র ডাক্তাররা তাদের দাবি তুলে ধরলেন কলেজ ভিত্তিক মনিটরিং কমিটি প্রতিটা ক্ষেত্রে জুনিয়র ডক্টরদের প্রতিনিধি থাকবে নির্বাচনের ভিত্তিতে।
জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দলের দেবাশিষ হালদার বলেন, ‘‘স্টেট টাস্ক ফোর্স এর একটা ডাইরেকটিভ যাতে পাই, কলেজ ভিত্তিক মনিটরিং কমিটি প্রতিটা ক্ষেত্রে জুনিয়র ডক্টরদের প্রতিনিধি থাকবে নির্বাচনের ভিত্তিতে কিন্তু যতক্ষণ নির্বাচন হচ্ছে না ততক্ষন অনশন আন্দোলন চলবে এটা তো ঠিক নয়। কিন্তু নির্বাচন তো একদিনে সম্ভব নয় এটা তো ঠিক নয়। এটাও আমরা জানি, যতদিন না পর্যন্ত ইলেকশন হয়, সন্দীপ ঘোষ, আশীষ পান্ডের নাম করে উল্লেখ। সাব জুডিসের আগে থেকেই নিয়োগ বন্ধ। আমরা এটা লিখিত চাইছি বিচার প্রক্রিয়া শেষ হলে নিয়োগ হবে।’’ জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা অভীক, বিরপেক্ষের নাম উল্লেখও করেন বৈঠকে।
advertisement
advertisement
জুনিয়র ডাক্তাররা নাম উল্লেখ্যের পরেই মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমার মনে হয় এখানে কারোর নাম করে অভিযোগ জানাবেন না। আপনাদের বক্তব্য আপনারা বলুন। আমিও অনেকের নাম অভিযোগ করে বলতে পারি।’’
advertisement
জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দেবাশিষ হালদার বলেন, ‘‘আগের দিন চিফ সেক্রেটারি ও হোম সেক্রেটারি আমাদের সঙ্গে আপনার ফোনে কথা বলা হয়েছে৷ আমাদের ডিমান্ড আগে ছিল সেটাই আছে। আমরা শুধু ফরমুলেট করেছি। আমাদের দশ দফা দাবি, সেন্ট্রালাইজড রেফারেল সিস্টেম নিয়ে পাইলট প্রজেক্ট শুরু হয়েছে৷ আপনারা ইনপুট চেয়েছেন আমাদের। স্টেট টাস্ক ফোর্স আগে গঠনের কথা বলা হয়েছিল। সিসিটিভি মনিটরিং, বেড মনিটরিং নিয়ে আমরা মেইল করে পাঠিয়েছি। রোটেশনাল বেসিসে স্টেট টাস্ক ফোর্সে মেম্বার হলে ভালো। তাহলে আগামিদিনে ইনপুট দিতে ভাল হবে৷ জনস্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে বলতে সুবিধা হবে, আগামী দিনেও কাজে সুবিধা হবে।’’
advertisement
আরও পড়ুন: বলুন তো বাথরুম এবং ওয়াশরুমের মধ্যে পার্থক্য কী? এক নয় কিন্ত মোটেই…৯৯%ই ভুল উত্তর দিয়েছেন
তিনি আরওবলেন, ‘‘নিবাচন তো এখন হচ্ছে না৷ তার ফলে আমাদের দীর্ঘ সময় অনশন বা আন্দোলন করা যাবে এমনটা নয়। কারা প্রতিনিধিত্ব করবে তাই সেটা সিলেক্টিভ হোক। ইউজি বা সিনিয়র রেসিডেন্টদের মতামত নেওয়া হয়৷ আমরা এখানে এসেছি মানে, তাই নয় তো আমরাই সব সময় থাকব। যাতে আগামীদিনে বিরুপাক্ষ বা অভীক তৈরি না হয়।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 21, 2024 5:56 PM IST