Vegetable and Dal Prices in Kolkata: আগুন সবজি, আগুন ডাল! অন্য রাজ্যের তুলনায় কলকাতায় কত দামে বিকোচ্ছে আলু, টমেটো ডাল?

Last Updated:

July 7 Commodity Price Hike: অড়হড় ডাল খেতে গেলেই ছ্যাঁকা লাগবে। কলকাতায় এক কেজি অড়হড় ডালের দাম ১০৩ টাকা!

Vegetables Price Kolkata
Vegetables Price Kolkata
#কলকাতা: দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে যেন স্থিতাবস্থা এসেছে দেশ জুড়েই। মধ্যবিত্তের মাথায় হাত পড়লেও যেন একেই ভবিতব্য মেনে নেওয়ার অভ্যাসও এসে গিয়েছে ইতিমধ্যেই। দেশের বিভিন্ন বড় শহরের তুলনায় এ রাজ্যের রাজধানীতে কেমন অবস্থায় রয়েছে সবজি এবং ডালের দাম? ৭ জুলাই বৃহস্পতিবার জাতীয় রাজধানী দিল্লিতে বিউলির ডাল ছিল সবচেয়ে ব্যয়বহুল পণ্য। শহরে বিক্রি হওয়া মূল ডালগুলির মধ্যে, বিউলির ডাল প্রতি কেজি ১১৭ টাকায় বিক্রি হয়েছে। অড়হর ডালের দাম ১০০ টাকা প্রতি কেজি, জানিয়েছে উপভোক্তা বিষয়ক দফতর৷ কলকাতায় এক কেজি আলু কিনতে গেলে পড়বে ৩০ টাকা। টমেটো কিনতে গেলে ঘেমে নেয়ে ৫৫ টি টাকা বের করতে হবে আপনাকে। আর ডাল তো তথৈবচ!
অড়হড় ডাল খেতে গেলেই ছ্যাঁকা লাগবে। কলকাতায় এক কেজি অড়হড় ডালের দাম ১০৩ টাকা! মুগ আর মুসুরের দর একই, ১০০ টাকা প্রতি কেজি। একমাত্র ছোলার ডাল ছাড়া সব ডালই ১০০ ছুঁই ছুঁই। কলকাতায় এক কেজি ছোলার ডালের দাম ৭১ টাকা।
advertisement
advertisement
দিল্লিতে অন্যান্য ডালের মধ্যে, মুগ ডাল প্রতি কেজি ৯৮ টাকায় বিক্রি হয়েছে এবং মুসুর ডালের দাম ৯২ টাকা প্রতি কেজি। বেসন তৈরিতে ব্যবহৃত ছোলার ডালের দাম ৭০ টাকা প্রতি কেজি, জানিয়েছে দফতর।
মূল সবজির মধ্যে টমেটোর দাম বেশ গরম! ৫২ টাকায় মাত্র এক কেজি টমেটো মিলছে। নিত্য প্রয়োজনীয় আলুর দাম ২৭ টাকা প্রতি কেজি এবং পেঁয়াজ ২৬ টাকায় বিক্রি হচ্ছে দিল্লিতে।
advertisement
ভারতের পাঁচটি শহরে আজকের সবজি এবং ডালের দাম (টাকা/কেজি) দেখে নিন:
শহরআলুপেঁয়াজটমেটোঅড়হড় ডালবিউলির ডালমুগ ডালমুসুর ডালছোলার ডাল
দিল্লি২৭২৬৫২১০০১১৭৯৮৯২৭০
মুম্বই৩৫২৫৪৮১১৫১২০১২০১০২৭৯
কলকাতা৩০২৭৫৫১০৩৯৭১০০১০০৭১
গুয়াহাটি২৮২৮৬০৯১৮৫৯১৮৮৬৪
চেন্নাই৩৭২৭২২৯৬৯৭৯২৮৯৬৯
advertisement
সূত্র: উপভোক্তা বিষয়ক দফতর
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Vegetable and Dal Prices in Kolkata: আগুন সবজি, আগুন ডাল! অন্য রাজ্যের তুলনায় কলকাতায় কত দামে বিকোচ্ছে আলু, টমেটো ডাল?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement