#কলকাতা: দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে যেন স্থিতাবস্থা এসেছে দেশ জুড়েই। মধ্যবিত্তের মাথায় হাত পড়লেও যেন একেই ভবিতব্য মেনে নেওয়ার অভ্যাসও এসে গিয়েছে ইতিমধ্যেই। দেশের বিভিন্ন বড় শহরের তুলনায় এ রাজ্যের রাজধানীতে কেমন অবস্থায় রয়েছে সবজি এবং ডালের দাম? ৭ জুলাই বৃহস্পতিবার জাতীয় রাজধানী দিল্লিতে বিউলির ডাল ছিল সবচেয়ে ব্যয়বহুল পণ্য। শহরে বিক্রি হওয়া মূল ডালগুলির মধ্যে, বিউলির ডাল প্রতি কেজি ১১৭ টাকায় বিক্রি হয়েছে। অড়হর ডালের দাম ১০০ টাকা প্রতি কেজি, জানিয়েছে উপভোক্তা বিষয়ক দফতর৷ কলকাতায় এক কেজি আলু কিনতে গেলে পড়বে ৩০ টাকা। টমেটো কিনতে গেলে ঘেমে নেয়ে ৫৫ টি টাকা বের করতে হবে আপনাকে। আর ডাল তো তথৈবচ!
আরও পড়ুন- পড়তে আসছে না পড়ুয়ারা, তাই ৩ বছরের মাইনে ফেরত দিতে উপাচার্যকে চেক দিলেন অধ্যাপক!
অড়হড় ডাল খেতে গেলেই ছ্যাঁকা লাগবে। কলকাতায় এক কেজি অড়হড় ডালের দাম ১০৩ টাকা! মুগ আর মুসুরের দর একই, ১০০ টাকা প্রতি কেজি। একমাত্র ছোলার ডাল ছাড়া সব ডালই ১০০ ছুঁই ছুঁই। কলকাতায় এক কেজি ছোলার ডালের দাম ৭১ টাকা।
দিল্লিতে অন্যান্য ডালের মধ্যে, মুগ ডাল প্রতি কেজি ৯৮ টাকায় বিক্রি হয়েছে এবং মুসুর ডালের দাম ৯২ টাকা প্রতি কেজি। বেসন তৈরিতে ব্যবহৃত ছোলার ডালের দাম ৭০ টাকা প্রতি কেজি, জানিয়েছে দফতর।
মূল সবজির মধ্যে টমেটোর দাম বেশ গরম! ৫২ টাকায় মাত্র এক কেজি টমেটো মিলছে। নিত্য প্রয়োজনীয় আলুর দাম ২৭ টাকা প্রতি কেজি এবং পেঁয়াজ ২৬ টাকায় বিক্রি হচ্ছে দিল্লিতে।
আরও পড়ুন- কামড়ায় না, হুল ফোটায় না তাও নাইরোবি মাছির ভয়ে ত্রস্ত সিকিম!কেন এত ভয়ঙ্কর এই মাছি
ভারতের পাঁচটি শহরে আজকের সবজি এবং ডালের দাম (টাকা/কেজি) দেখে নিন:
শহর | আলু | পেঁয়াজ | টমেটো | অড়হড় ডাল | বিউলির ডাল | মুগ ডাল | মুসুর ডাল | ছোলার ডাল |
দিল্লি | ২৭ | ২৬ | ৫২ | ১০০ | ১১৭ | ৯৮ | ৯২ | ৭০ |
মুম্বই | ৩৫ | ২৫ | ৪৮ | ১১৫ | ১২০ | ১২০ | ১০২ | ৭৯ |
কলকাতা | ৩০ | ২৭ | ৫৫ | ১০৩ | ৯৭ | ১০০ | ১০০ | ৭১ |
গুয়াহাটি | ২৮ | ২৮ | ৬০ | ৯১ | ৮৫ | ৯১ | ৮৮ | ৬৪ |
চেন্নাই | ৩৭ | ২৭ | ২২ | ৯৬ | ৯৭ | ৯২ | ৮৯ | ৬৯ |
সূত্র: উপভোক্তা বিষয়ক দফতর
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।