Mithun Chakraborty: নাড্ডা-মহাগুরু বৈঠক! নিউটাউনের হোটেলে মিঠুনের সঙ্গে একান্তে কথা নাড্ডার
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় প্রচার থেকে সাংগঠনিক বৈঠক করতে দেখা গিয়েছিল মিঠুন চক্রবর্তীকে। এবার কি তাহলে লোকসভা ভোটের আগেও রাজ্যে ২০২৪-কে পাখির চোখ করে সক্রিয় রাজনীতিতে দেখা যাবে ‘মহাগুরু’কে?
কলকাতা: নাড্ডা-মহাগুরু বৈঠক! বঙ্গ সফরে এসে কলকাতার নিউটাউনের হোটেলে মিঠুন চক্রবর্তীর সঙ্গে একান্তে বৈঠক করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা৷ খবর বিজেপি সূত্রের।
গত শনিবার রাতে বঙ্গ বিজেপির কোর কমিটির অন্যতম সদস্য মিঠুন চক্রবর্তীও উপস্থিত ছিলেন জেপি নাড্ডার সাংগঠনিক বৈঠকে। বিজেপি সূত্রের খবর, জেপি নাড্ডা মিঠুন চক্রবর্তীকে লোকসভা ভোটে বাংলায় বেশি সময় দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। দলের সর্বভারতীয় সভাপতির সঙ্গে বৈঠকে মিঠুন চক্রবর্তী জানিয়েছেন, দলের নির্দেশ মতো তিনি কাজ করবেন। দল যা নির্দেশ দেবেন তিনি তা পালন করতে প্রস্তুত।
advertisement
আরও পড়ুন: ‘সিনিয়রদের জন্য গাঁজা বানাতে হত’, সহপাঠীর চ্যাটে র্যাগিংয়ের প্রমাণ!
পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় প্রচার থেকে সাংগঠনিক বৈঠক করতে দেখা গিয়েছিল মিঠুন চক্রবর্তীকে। এবার কি তাহলে লোকসভা ভোটের আগেও রাজ্যে ২০২৪-কে পাখির চোখ করে সক্রিয় রাজনীতিতে দেখা যাবে ‘মহাগুরু’কে? মিঠুন চক্রবর্তীর সঙ্গে বাংলা ও বাঙালি আবেগ জড়িয়ে, রাজনৈতিকভাবে সেই বিষয়টাকেই কাজে লাগাতে চাইছে পদ্ম শিবির৷ তেমনটাই মত রাজনৈতিক মহলের।
advertisement
advertisement
গত বিধানসভা নির্বাচনের আগে মিঠুন চক্রবর্তীকে গেরুয়া শিবিরের একাধিক প্রার্থীর সমর্থনে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচারে যোগ দিতে দেখা গিয়েছিল। বছর ঘুরলেই লোকসভা ভোট। দিল্লির মসনদ দখলের লড়াই। এবার সেই প্রেক্ষাপটে বঙ্গে কি ফের সক্রিয় ভূমিকা নিতে দেখা যাবে তাঁকে? জে পি নাড্ডার সঙ্গে মিঠুন চক্রবর্তীর সাক্ষাতের পরে এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে নানা মহলে।
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
August 13, 2023 4:31 PM IST