JP Nadda।। Bengal BJP: শনিবারই রাজ্যে চলে আসছেন জে পি নাড্ডা! রবিবারের জোড়া সভার আগে বঙ্গ বিজেপির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক
- Published by:Satabdi Adhikary
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
পরের দিন, অর্থাৎ, রবিবার রাজ্যে জোড়া রাজনৈতিক কর্মসূচি রয়েছে জে পি নাড্ডার। প্রথমে পূর্ব বর্ধমানের কাটোয়ায় এবং পরে পূর্ব মেদিনীপুরের কাঁথির রামনগরে জনসভা করবেন তিনি।
কলকাতা: দোরগোড়ায় কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট। কিন্তু তার আগে রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তাই কিছুদিনের জন্য হলেও ধাক্কা খেতে চলেছে রাজনৈতিক দলগুলির ভোটপ্রচার। তাই ঝুঁকি না নিয়ে তার আগেই রাজ্যে ফের যাতায়াত শুরু করে দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। শনিবারই রাজ্যে এসে পৌঁছচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। রবিবেলায় তাঁর ভরা কর্মসূচি।
সূত্রের খবর, রবিবার রাজ্যের দুই জেলার জনসমাবেশে যোগ দিলেও শনিবারই রাজ্যে পৌঁছে যাচ্ছেন নাড্ডা। এদিন, বিকেল সাড়ে ৫টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন নাড্ডা। তাঁকে অভ্যর্থনা জানাতে সেখানে উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ অন্যান্য নেতৃত্ব। তারপর সেখান থেকে সোজা নিউটাউনের একটি হোটেলে চলে যাবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
আরও পড়ুন: 'চার চাকা গাড়ির লোভে তৃণমূলে গেছে'! এবার কাকে নিশানা করলেন শুভেন্দু?
তবে শুধুমাত্র জন সমাবেশই নয়, এই ঝটিকা সফরে বঙ্গ বিজেপির নেতৃত্বের সঙ্গেও এক দফা বৈঠক সেরে নিতে চলেছেন তিনি। সূত্রের খবর, শনিবার নিউটাউনের হোটেলেই বঙ্গ নেতৃত্বের সঙ্গে বিশেষ বৈঠক করবেন নাড্ডা। এদিনের বৈঠকে পঞ্চায়েত ভোটের প্রস্তুতির পাশাপাশি, চব্বিশের লোকসভা নির্বাচনের প্রচার কৌশল নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা।
advertisement
advertisement
পরের দিন, অর্থাৎ, রবিবার রাজ্যে জোড়া রাজনৈতিক কর্মসূচি রয়েছে জে পি নাড্ডার। প্রথমে পূর্ব বর্ধমানের কাটোয়ায় এবং পরে পূর্ব মেদিনীপুরের কাঁথির রামনগরে জনসভা করবেন তিনি।
আরও পড়ুন: তাঁর সঙ্গে লাইন দিয়ে যোগাযোগ রাখছেন বহু TMC নেতা, এবার পাল্টা দাবি শুভেন্দুর
সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার পরের বছর লোকসভা ভোট। এই দুই নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই রাজনীতির ময়দানে নেমে পড়েছে গেরুয়া শিবির। সামনেই যেহেতু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাই এই সময়ে প্রচার কৌশল কী হবে, তা নিয়ে আলোচনা সেরে রাখতে চাইছে বিজেপি। অন্যদিকে, মনে করা হচ্ছে, এদিনের বৈঠক থেকে দলে ভাঙন ঠেকানো এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে কী কৌশল নেওয়া হবে, সে ব্যাপারেও বঙ্গ বিজেপি নেতৃত্বকে প্রয়োজনীয় নির্দেশ দেবেন তিনি।
advertisement
ঘরোয়া কোন্দল, গোষ্ঠীদ্বন্দ্ব, বুথ কমিটি সম্পূর্ণ না হওয়া নিয়ে এর আগে একাধিকবার কড়া নির্দেশ দিয়েছেন দিল্লির নেতৃত্ব। বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকে এই সমস্ত বিষয়েও রাজ্য নেতাদের কাছ থেকে খোঁজখবর নিতে পারেন নাড্ডা, অন্তত তেমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। তবে শুধু রাজ্য নেতৃত্বের প্রথমসারির নেতাদের সঙ্গেই শুধু নন, জে পি নাড্ডা বিভিন্ন সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গেও আলাদা করে বৈঠক করতে পারেন। মূলত, নিচুস্তরের সংগঠনের কী হাল? এই প্রশ্নের উত্তর জানতেই পদ্ম শিবিরের সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গেও জেপি নাড্ডার বৈঠক করার সম্ভাবনা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
February 10, 2023 11:01 PM IST