‘নারী বলেই তাঁকে এমন অসম্মান’, উর্মিমালা বসুকে নিয়ে কুরুচিকর মিমের প্রতিবাদে জয় গোস্বামী

Last Updated:

যাদবপুর নিয়ে পড়ুয়াদের সমর্থনে মুখ খুলে কুৎসিত আক্রমণের শিকার বাচিক শিল্পী ।

#কলকাতা: উর্মিমালা বসুকে নিয়ে কুরুচিকর মিমের প্রতিবাদে সোচ্চার হলেন জয় গোস্বামী ৷ বললেন, শুধু নারী বলেই এমন আচরণ ৷ শুধু মাত্র মেয়ে বলেই এমন কুরুচিকর আক্রমণের শিকার উর্মিমালা বসু ৷ যাদবপুর নিয়ে পড়ুয়াদের সমর্থনে মুখ খুলে কুৎসিত আক্রমণের শিকার বাচিক শিল্পী । শিল্পীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর ট্রোল। সেই এফআইআর দায়ের করছেন শিল্পী। বিজেপি সমর্থকদের তীব্র ধিক্কার দিয়ে প্রতিক্রিয়া জয় গোস্বামীর।
উর্মিমালা বসুর প্রতি এমন আক্রমণে প্রতিবাদে কলম তুলে নিলেন জয় গোস্বামী ৷ তিনি লিখেছেন,‘ শ্রীযুক্তা উর্মিমালা বসু একজন সর্বজনমান্য শিল্পী ৷ তাঁর গুণমুগ্ধ অসংখ্য অনুরাগীর মধ্যে আমিও একজন ৷ সেই শিল্পীকে এমন ভাষায় অপমান করা হল যা চরম অশালীনতায় ভরা ৷ সেইসঙ্গে একথাও মনে আসছে যে তিনি একজন নারী ৷ এবং নারী বলেই তাঁকে এমন অসম্মান সহ্য করতে হল ৷ ’ এখানেই শেষ নয়, বিজেপি সমর্থকদের ধিক্কার দিয়ে কবি প্রশ্ন তুলেছেন, ‘এরা কারা? কাদের এমন নোংরা মন?’
advertisement
যাদবপুরে কাণ্ডে কু-রুচিকর মিমের শিকার হলেন জনপ্রিয় বাচিক শিল্পী উর্মিমালা বসু ৷ যাদবপুরে কাণ্ডে প্রতিক্রিয়া দিতে গিয়ে উর্মিমালা জানিয়ে ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে ক্ষমা চাওয়া উচিত বাবুলের ৷ উর্মিমালার এই মন্তব্যকে কেন্দ্র করেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে মিম ৷ যা কিনা খুবই কু-রুচিকর ৷ এই মিম ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় ছড়ালেও, বিষয়টি নিয়ে তীব্র নিন্দা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ৷
advertisement
advertisement
তবে এই মিমের কঠোর নিন্দা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ৷ ট্যুইটারে তিনি জানিয়েছেন, ‘এই ধরণের আচরণ একেবারেই কাম্য নয় ৷ আমি তাঁকে ব্যক্তিগতভাবে চিনি ৷ যাদবপুর কাণ্ডে উনি যা বলেছেন তাঁর উত্তর আমি দেব ৷ এই ধরনের মিম একেবারেই অনুচিত ৷’
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘নারী বলেই তাঁকে এমন অসম্মান’, উর্মিমালা বসুকে নিয়ে কুরুচিকর মিমের প্রতিবাদে জয় গোস্বামী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement