‘নারী বলেই তাঁকে এমন অসম্মান’, উর্মিমালা বসুকে নিয়ে কুরুচিকর মিমের প্রতিবাদে জয় গোস্বামী

Last Updated:

যাদবপুর নিয়ে পড়ুয়াদের সমর্থনে মুখ খুলে কুৎসিত আক্রমণের শিকার বাচিক শিল্পী ।

#কলকাতা: উর্মিমালা বসুকে নিয়ে কুরুচিকর মিমের প্রতিবাদে সোচ্চার হলেন জয় গোস্বামী ৷ বললেন, শুধু নারী বলেই এমন আচরণ ৷ শুধু মাত্র মেয়ে বলেই এমন কুরুচিকর আক্রমণের শিকার উর্মিমালা বসু ৷ যাদবপুর নিয়ে পড়ুয়াদের সমর্থনে মুখ খুলে কুৎসিত আক্রমণের শিকার বাচিক শিল্পী । শিল্পীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর ট্রোল। সেই এফআইআর দায়ের করছেন শিল্পী। বিজেপি সমর্থকদের তীব্র ধিক্কার দিয়ে প্রতিক্রিয়া জয় গোস্বামীর।
উর্মিমালা বসুর প্রতি এমন আক্রমণে প্রতিবাদে কলম তুলে নিলেন জয় গোস্বামী ৷ তিনি লিখেছেন,‘ শ্রীযুক্তা উর্মিমালা বসু একজন সর্বজনমান্য শিল্পী ৷ তাঁর গুণমুগ্ধ অসংখ্য অনুরাগীর মধ্যে আমিও একজন ৷ সেই শিল্পীকে এমন ভাষায় অপমান করা হল যা চরম অশালীনতায় ভরা ৷ সেইসঙ্গে একথাও মনে আসছে যে তিনি একজন নারী ৷ এবং নারী বলেই তাঁকে এমন অসম্মান সহ্য করতে হল ৷ ’ এখানেই শেষ নয়, বিজেপি সমর্থকদের ধিক্কার দিয়ে কবি প্রশ্ন তুলেছেন, ‘এরা কারা? কাদের এমন নোংরা মন?’
advertisement
যাদবপুরে কাণ্ডে কু-রুচিকর মিমের শিকার হলেন জনপ্রিয় বাচিক শিল্পী উর্মিমালা বসু ৷ যাদবপুরে কাণ্ডে প্রতিক্রিয়া দিতে গিয়ে উর্মিমালা জানিয়ে ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে ক্ষমা চাওয়া উচিত বাবুলের ৷ উর্মিমালার এই মন্তব্যকে কেন্দ্র করেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে মিম ৷ যা কিনা খুবই কু-রুচিকর ৷ এই মিম ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় ছড়ালেও, বিষয়টি নিয়ে তীব্র নিন্দা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ৷
advertisement
advertisement
তবে এই মিমের কঠোর নিন্দা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ৷ ট্যুইটারে তিনি জানিয়েছেন, ‘এই ধরণের আচরণ একেবারেই কাম্য নয় ৷ আমি তাঁকে ব্যক্তিগতভাবে চিনি ৷ যাদবপুর কাণ্ডে উনি যা বলেছেন তাঁর উত্তর আমি দেব ৷ এই ধরনের মিম একেবারেই অনুচিত ৷’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘নারী বলেই তাঁকে এমন অসম্মান’, উর্মিমালা বসুকে নিয়ে কুরুচিকর মিমের প্রতিবাদে জয় গোস্বামী
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement