Metro: নতুন বছরের বড় উপহার! দীর্ঘ ১২ বছর পর উদ্বোধন হতে চলেছে জোকা-তারাতলা মেট্রো

Last Updated:

মায়ের মৃত্যুর সংবাদ শুনে আহমেদাবাদ ফিরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আপাতত জানা যাচ্ছেন ভার্চুয়ালি তিনি প্রকল্পগুলির উদ্বোধন করবেন।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কলকাতা: নতুন বছরের শুরুতেই যাত্রীদের উপহার দিতে চলেছে মেট্রো রেল। জোকা থেকে তারাতলা রুটে চালু হবে ট্রেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আজ কলকাতায় এই প্রকল্পের উদ্বোধনের কথা ছিল। কিন্তু মায়ের মৃত্যুর সংবাদ শুনে আহমেদাবাদ ফিরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আপাতত জানা যাচ্ছেন ভার্চুয়ালি তিনি প্রকল্পগুলির উদ্বোধন করবেন।
উদ্বোধনের আগেই মেট্রো রেলের আধিকারিকদের সঙ্গে এসে জোকা থেকে তারাতলা মেট্রো পথ পরিদর্শনের পরে শেষ মুহূর্তের প্রস্তুতি দেখে গিয়েছেন মেট্রো রেলের জিএম অরুণ অরোরা। তিনি জানান, জোকা-তারাতলা রুটে মেট্রো চালু হবে আগামী বছরের শুরুতেই। জানুয়ারি থেকেই নতুন রুটে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। নিউ গড়িয়া থেকে রুবি রুটের কাজও দ্রুত শেষ করার কথা জানান তিনি।
advertisement
মেট্রো সূত্রে দাবি, বাণিজ্যিক ভাবে জানুয়ারির দ্বিতীয় দিন থেকেই চালু হতে পারে পরিষেবা। শুরু হয়েছে প্রস্তুতি। জোকা থেকে ঠাকুরপুকুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার হয়ে মেট্রো আসবে তারাতলায়। মেট্রো সূত্রে দাবি, এই স্টেশনগুলিতে এখনও স্মার্টগেট বসানো হয়নি। তাই, প্রাথমিকভাবে পেপার টিকিট দিয়ে চালু হতে পারে পরিষেবা। এই মেট্রো পরিষেবা চালু হলে চাপ কমবে ডায়মন্ড হারবার রোডের উপর।
advertisement
advertisement
নন-এসি রেক দিয়ে ট্রায়াল হওয়া পর, সম্প্রতি, এসি রেক পাঠানো হয়েছে জোকা ডিপোয়। মেট্রো সূত্রে দাবি,  বর্তমানে এসি রেক চালিয়েও লাইন পরীক্ষা করা হচ্ছে। প্রতিটি বাঁকের গতি বুঝে নেওয়া হচ্ছে। চলতি বছর নভেম্বর মাসেই জোকা-তারাতলা মেট্রো পরিষেবা চালুর ছাড়পত্র দেয় কমিশনার অফ রেলওয়ে সেফটি। শর্তসাপেক্ষে দেওয়া হয় ছাড়পত্র। মেট্রো সূত্রে খবর, তিন মাসের মধ্যে পরিষেবা চালু করতে বলা হয়েছিল। জোকা-তারাতলা রুটের দৈর্ঘ্য সাড়ে ৬ কিলোমিটার। এই রুটে ছয়টি স্টেশন রয়েছে।
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন শিলান্যাস হয়েছিল প্রকল্পের। এই রুটে মেট্রো চলাচল শুরু হলে উপকৃত হবেন বেহালা-ঠাকুরপুকুর সহ বিস্তীর্ণ এলাকার মানুষ। দ্বিতীয় পর্যায়ে তারাতলা থেকে বিবাদীবাগ পর্যন্ত মেট্রো চলবে। এই রুটে ফিরতে পারে পুরনো কাগজের টিকিট এবং পুরনো গেট। কর্মী সংখ্যার ঘাটতির কথাও ভাবতে হচ্ছে মেট্রো কর্তৃপক্ষকে। আপাতত অন্য রুট থেকে কর্মী এনে, পরিস্থিতি সামাল দেওয়ার কথা ভাবছেন কর্তৃপক্ষ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Metro: নতুন বছরের বড় উপহার! দীর্ঘ ১২ বছর পর উদ্বোধন হতে চলেছে জোকা-তারাতলা মেট্রো
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement