Joka Taratala Metro Service: আরও ১২ কিলোমিটার...? জোকা তারাতলা মেট্রোয় সওয়ার হয়ে 'বড়' ঘোষণা রেলমন্ত্রীর! বেঁধে দিলেন 'সময়সীমাও'

Last Updated:

Joka Taratala Metro Service: কবে থেকে সম্পূর্ণভাবে মেট্রো পরিষেবা চালু হবে জোকা তারাতলা লাইনে? বাকি মেট্রো স্টেশনগুলির নির্মাণকার্য সম্পূর্ণ হতেও বা কতদিন সময় লাগবে? উত্তর দিলেন স্বয়ং রেলমন্ত্রী।

জোকা তারাতলা মেট্রো
জোকা তারাতলা মেট্রো
#কলকাতা: বাংলার রেল প্রাপ্তির দিনে মেট্রোর পরবর্তী দফার সম্প্রসারণের ঘোষণা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের।  শুক্রবার সকালে মাতৃ বিয়োগের খবর ট্যুইট করে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সশরীরে না আসতে পারলেও ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ফ্লাগ অফ করেন বন্দে ভারত এক্সপ্রেস এবং জোকা তারাতলা মেট্রো লাইনের। এছাড়াও একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করেন তিনি।
গোটা অনুষ্ঠান শেষ হওয়ার পরেই হাওড়া স্টেশন থেকে সরাসরি জোকা মেট্রো স্টেশনে এসে উপস্থিত হন কেন্দ্রীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব। জোকা মেট্রো স্টেশনে এসে প্রকল্প র স্মারক উদ্বোধন ছাড়াও জি-টোয়েন্টি স্মারকযুক্ত মেট্রোর নয়া স্মার্ট কার্ড প্রকাশ করেন। আগামী দু তারিখ থেকে যাত্রী পরিষেবা দেওয়া শুরু করবে কলকাতা মেট্রোর এই নয়া সংযোজন। এখনও পর্যন্ত সিগনালিং ব্যবস্থা সম্পূর্ণরূপে কার্যকরী না হওয়ার কারণে একটিমাত্র রেক ব্যবহার করে যাত্রী পরিষেবা দেওয়া হবে। যদিও এভাবে চলার ক্ষেত্রে দুটি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান অনেকটাই হতে চলেছে।
advertisement
advertisement
স্বভাবতই প্রশ্ন উঠছে পুরোপুরিভাবে কবে থেকে সম্পূর্ণভাবে মেট্রো পরিষেবা চালু হবে এই লাইনে? কিংবা বাকি মেট্রো স্টেশনগুলির নির্মাণকার্য সম্পূর্ণ হতেও বা কতদিন সময় লাগবে? এর উত্তর দিলেন স্বয়ং রেলমন্ত্রী।
advertisement
প্রায় সাড়ে ছয় কিলোমিটার দৈর্ঘ্যের এই লাইন চালু হলেও আগামী ১২ থেকে ১৫  মাসের মধ্যেই আরও প্রায় ১২ কিলোমিটার লাইন চালু করার কথা রয়েছে। এখনও পর্যন্ত থাকা পরিকল্পনা অনুযায়ী তারাতলার পরবর্তী স্টেশন গুলি হতে চলেছে মাঝেরহাট,মোমিনপুর, খিদিরপুর ভিক্টোরিয়া পার্কস্ট্রিট এবং এসপ্ল্যানেড।
advertisement
রেলমন্ত্রীর দাবি, "আগামী ১২-১৫ মাসের মধ্যে এই রুটের আরও ১২ কিলোমিটার মেট্রো লাইনের কাজ করা হবে। এই কাজের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ১০,২৬২ কোটি টাকা বরাদ্দ করেছেন।  ২০১৪ সাল পর্যন্ত এই প্রকল্পে ফি বছর মাত্র ২ হাজার কোটি টাকা করে বরাদ্দ করা হতো। তাই কাজ প্রায় কিছুই এগোয় নি। এখন তার থেকে কয়েক গুণ বেশি বরাদ্দ করা হচ্ছে।" তবে মেট্রোর এই নয়া উপহারে খুশি আপামর বেহালাবাসী। যাতায়াতের নয়া মাধ্যম দৈনন্দিন যাত্রায় অনেকটাই সুরাহা করবে বলেই মনে করছেন তারা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Joka Taratala Metro Service: আরও ১২ কিলোমিটার...? জোকা তারাতলা মেট্রোয় সওয়ার হয়ে 'বড়' ঘোষণা রেলমন্ত্রীর! বেঁধে দিলেন 'সময়সীমাও'
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement