Joint Entrance Exam: জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ নিয়ে ডিভিশন বেঞ্চে হল শুনানি, বিচারপতিরা কী এমন জানালেন? পরীক্ষার্থীদের চিন্তা কি কমল?

Last Updated:

Joint Entrance Exam: চলতি বছরের ৭ অগাস্ট রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশের কথা ছিল।

কী বলল হাইকোর্ট?
কী বলল হাইকোর্ট?
কলকাতা: জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ নিয়ে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর আপাতত হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে’র ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, সিঙ্গল বেঞ্চ ফল প্রকাশের সময় বেঁধে দিয়েছে। আবার এই বিষয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। আগামী সপ্তাহে শীর্ষ আদালতে শুনানি হতে পারে। ফলে এই আদালত এখনই কোনও নির্দেশ দিচ্ছে না। আগামী ২ সেপ্টেম্বর মামলাটি শোনা হবে।
advertisement
প্রসঙ্গত, চলতি বছরের ৭ অগাস্ট রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশের কথা ছিল। কিন্তু ওবিসি সংক্রান্ত জটিলতার কারণে ধাক্কা খেয়েছে জয়েন্টের ফলপ্রকাশ। ইতিমধ্যে তৈরি হওয়া মেধাতালিকা বাতিল করে নতুন করে মেধাতালিকা তৈরির নির্দেশ দিয়েছে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ।
advertisement
advertisement
আরও পড়ুন:আপনারা এখনও এই চেষ্টা করছেন, এটা লজ্জাজনক!’ এসএসসি-কে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! কী ঘটল জানেন, চমকে উঠবেন শুনে
বিচারপতি কৌশিক চন্দের নির্দেশ ছিল, ২০১০ সালের আগের ৬৬টি ওবিসি সম্প্রদায়ের তালিকার ভিত্তিতেই নতুন মেধাতালিকা তৈরি করতে হবে। ১৫ দিনের মধ্যে আদালতের এই নির্দেশ কার্যকর করতে হবে বোর্ডকে। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়। সেই মামলার শুনানি এখনও চলছে।
advertisement
এরই মধ্যে জয়েন্টের ফলপ্রকাশের দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলাও দায়ের হয়। বৃহস্পতিবার ওই মামলা ডিভিশন বেঞ্চে শুনানির জন্য ওঠে। কিন্তু একক বেঞ্চের নির্দেশে এখনই কোনও হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Joint Entrance Exam: জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ নিয়ে ডিভিশন বেঞ্চে হল শুনানি, বিচারপতিরা কী এমন জানালেন? পরীক্ষার্থীদের চিন্তা কি কমল?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement