ওঙ্কার সরকার, কলকাতা: আসানসোল পুর নিগমের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির এবার ঠাঁই হল কলকাতার প্রেসিডেন্সি সংশোধনাগারে। শারীরিক সমস্যার কারণে বৃহস্পতিবার তাঁকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে শারীরিক পরীক্ষার পর চিকিৎসকেরা জানিয়ে দেন এখনই হাসপাতালে ভর্তি করার কোনও প্রয়োজনীয়তা নেই জিতেন্দ্র তিওয়ারিকে। সেই মতো তাঁকে নিয়ে আসা হয় প্রেসিডেন্সি সংশোধনাগারে।
বুধবার রাতে কম্বল কাণ্ডে ধৃত আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি শারীরিক সমস্যার কথা জানান আসানসোল সংশোধনাগার কর্তৃপক্ষকে। সূত্রের খবর, তিনি জানান তাঁর পেটে যন্ত্রণা করছে। সংশোধনাগারের চিকিৎসকদের পরামর্শে এরপর তাঁকে নিয়ে জেল হাসপাতাল কর্তৃপক্ষ নিয়ে যান বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা বিভিন্ন পরীক্ষা করার পর এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন ।
আরও পড়ুন- স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় এবার আসছেন রূপান্তকামীরাও
আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে কলকাতায় নিয়ে আসার সময় চরম উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। বৃহস্পতিবার রাত দেড়টার সময় কম্বল কাণ্ডে ধৃত বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে অ্যাম্বুল্যান্স রওনা দেয় কলকাতার পথে। এদিকে অ্যাম্বুল্যান্সে তোলার আগেই হঠাৎই চূড়ান্ত উত্তেজিত হয়ে পড়েন জিতেন্দ্র তিওয়ারি। অ্যাম্বুল্যান্সের বাইরে গেটের কাছে চিৎকার করতে থাকেন তিনি। চাঞ্চল্যকর দাবি করেন এই বিজেপি নেতা। হঠাৎই বলতে থাকেন, এখানে তাঁকে প্রাণে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছে। তিনি কর্তব্যরত পুলিশদের উদ্দেশে বলেন, “এতক্ষণ কী করছিলেন ! আমার এখানে কোনও চিকিৎসাই হয়নি। এখানে ফেলে রাখা হয় আমাকে।” পরে পুলিশের দিকে চিৎকার করে চোখ রাঙিয়ে জিতেন্দ্র তিওয়ারি বলেন, “চামচা বাজি করছেন তৃণমূলের!”
এদিন কলকাতায় পৌঁছে তিনি সাংবাদিকদের জানান কলকাতায় চিকিৎসা হলেও, বর্ধমান মেডিক্যাল কলেজে ভাল চিকিৎসা হয়নি তাঁর। প্রসঙ্গত, গত মঙ্গলবার তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jitendra Tiwari