'দলের চাপে অন্যায় কাজ করতে বাধ্য হয়েছিলাম, আজ আমি ক্ষমাপ্রার্থী'... বিস্ফোরক জিতেন্দ্র
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
বর্তমানে তৃণমূলের অনেক নেতাই তাঁদের অনেকের সঙ্গেই নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন বলেও দাবি করেন জিতেন্দ্র।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, দুর্গাপুর- দুর্গাপুরের মঞ্চ থেকে দুর্গাপুরের মানুষের কাছে ক্ষমা চান তৎকালীন তৃণমূলের দাপুটে নেতা তথা বর্তমানে এ রাজ্যের বিজেপির অন্যতম দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। জিতেন্দ্রর এই স্বীকারোক্তি নিয়েই পড়ে গিয়েছে জোর শোরগোল। জিতেন্দ্র তিওয়ারি চাঞ্চল্যকর দাবি করে বলেন,’ গত বিধানসভা নির্বাচনে দুর্গাপুরের এক বিধায়ক পদপ্রার্থীকে হারানোর জন্য সেই দলেরই এক নেতা বিজেপির হয়ে কাজ করেছিল’। বর্তমানে তৃণমূলের অনেক নেতাই তাঁদের অনেকের সঙ্গেই নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন বলেও দাবি করেন জিতেন্দ্র।
২০১৭ সালে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ছিলেন জিতেন্দ্র তিওয়ারি। তৃণমূলে থাকাকালীন আসানসোল পুরনিগমের মেয়রও ছিলেন। সেই সময় শাসকদলের দাপুটে নেতা হিসেবেই পরিচিত ছিলেন জিতেন্দ্র। দুর্গাপুর পুরনিগমের গত নির্বাচনে বিরোধীদের মনোনয়নে বাধা দেওয়া থেকে শুরু করে দেদার ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । শেষ পর্যন্ত ফলাফল বের হওয়ার পর দেখা যায় বিরোধী শিবিরের প্রার্থীরা একটি ওয়ার্ডেও জিততে পারেননি।
advertisement
৪৩ আসন বিশিষ্ট দুর্গাপুর পুরনিগমের সব ওয়ার্ড দখল করে শাসক দল তৃণমূল কংগ্রেস। এরপর থেকেই তৃণমূলের বিরুদ্ধে বিজেপি,সিপিএম সহ অন্যান্য বিরোধীরা সুর চড়িয়ে বলতে শুরু করে, ছাপ্পা ভোট থেকে সন্ত্রাস, গুন্ডামি, দুর্গাপুর পুরনিগম দখল করতে কোনও কিছুই বাদ দেয়নি শাসকদল তৃণমূল। আর আজ সেদিনের বিরোধীদের অভিযোগের কার্যত এক সুর শোনা গেল বর্তমানে বিজেপি শিবিরের রাজ্যের অন্যতম নেতা জিতেন্দ্র তিওয়ারির গলাতেও।
advertisement
advertisement
বৃহস্পতিবার দুর্গাপুরে শুভেন্দু অধিকারীর সভামঞ্চ থেকে জিতেন্দ্রর অকপট স্বীকারোক্তি ছিল,’ দলের নির্দেশে কীভাবে ৪৩-০ করা হয়েছে তা আমি জানি। আপনারাও প্রত্যেকেই জানেন কিভাবে ৪৩ জন কাউন্সিলর হয়েছিলেন। দুর্গাপুর বিরোধীশূন্য করার জন্য গোটা বিষয়টি পরিচালনার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। অনেকের বিরুদ্ধেই দলের উচ্চ নেতৃত্বের কাছে কাটমানি নেওয়ার অভিযোগ জানিয়েছিলাম, তা সত্ত্বেও সে সময় শোনেনি তৃণমূল নেতৃত্ব। বলেছিল, যে কোনও উপায়ে দুর্গাপুরকে বিরোধীশূন্য করতে হবে। সেদিন অন্যায় কাজ করতে দলের চাপে বাধ্য হয়েছিলাম। আজ আমি ক্ষমাপ্রার্থী’।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 04, 2023 7:22 PM IST