Jiban Saha || Scam: ৫ জেলায় চাকরি বিক্রির রমরমা কারবার! নিয়োগ দুর্নীতিতে জীবন সাহার 'সাম্রাজ্য' বিস্তারে কোন 'কৌশল'? বিস্ফোরক দাবি সিবিআইয়ের!
- Reported by:Amit Sarkar
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Jiban Saha || Scam: সিবিআই সূত্রে দাবি, ধৃত জীবনকৃষ্ণ সাহা তার আস্থাভাজনশীল স্থানীয় তৃণমূল নেতাদের সাহায্য নিয়েই বাছাই করেছিলেন এজেন্ট, সাব-এজেন্ট। প্রসঙ্গত মুর্শিদাবাদ জেলা ছাড়াও মালদহ, দুই দিনাজপুর, নদিয়া, বীরভূমের মতো জেলাগুলোতে জীবন বিস্তার করেছিল নিয়োগের সাম্রাজ্য।
কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে গ্রেফতার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জেরাও এবার উঠে এল বড়সড় তত্ত্ব। পাঁচ জেলায় চাকরি বিক্রির সাম্রাজ্য বিস্তারে এজেন্ট বাছাইয়ে সুকৌশল পরিকল্পনা নিয়েছিলেন জীবনকৃষ্ণ সাহা। এমনই তথ্য হাতে এসেছে সিবিআইয়ের।
সিবিআই সূত্রে দাবি, ধৃত জীবনকৃষ্ণ সাহা তার আস্থাভাজনশীল স্থানীয় তৃণমূল নেতাদের সাহায্য নিয়েই বাছাই করেছিলেন এজেন্ট, সাব-এজেন্ট। প্রসঙ্গত মুর্শিদাবাদ জেলা ছাড়াও মালদহ, দুই দিনাজপুর, নদিয়া, বীরভূমের মতো জেলাগুলোতে জীবন বিস্তার করেছিল নিয়োগের সাম্রাজ্য।
advertisement
advertisement
উদ্ধার হওয়া চাকরি প্রার্থীদের তালিকা থেকেই পাঁচ জেলা সম্পর্কে সন্ধান পেয়েছে সিবিআই। জীবনের বাড়িতে তল্লাশির দিনই সিবিআই দাবি করেছিল, প্রায় ৩৮০০ জন চাকরি প্রার্থীর তালিকা মিলেছিল। এই সংখ্যা আরও বাড়বে বলেই মত তদন্তকারী সংস্থার।
advertisement
সিবিআই সূত্রে দাবি, তালিকা থেকে মিলেছে দুই বিধায়কের নামও। তবে এজেন্ট নির্বাচনের ক্ষেত্রে কৌশল অবলম্বন করতেন জীবন। এমনটাই দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। চাকরি বিক্রির লাভের টাকা থেকে শতাংশের হারে বরাদ্দ ছিল এজেন্ট, সাব এজেন্টের টাকা। মাথা পিছু লাভের ৫ শতাংশ পর্যন্ত দেওয়া হত এজেন্টদের। এই ভাবেই এজেন্ট সাব এজেন্টদের টাকা দিতেন জীবনকৃষ্ণ সাহা, তথ্য পেয়েছে সিবিআই। তাদের আরও দাবি, মাস দুয়েক আগে ধৃত কৌশিক ঘোষও এজেন্ট হিসেবে কাজ করতেন।
advertisement
সূত্রের দাবি, কৌশিক ঘোষও কমিশন বাবদ পেয়েছেন চাকরি প্রার্থী পিছু ৫ শতাংশ, হেফাজতে থাকাকালীন এমনই বয়ান তিনি দিয়েছেন সিবিআই কর্তাদের কাছে। সিবিআই সূত্রের দাবি, জীবনের নিজস্ব এজেন্ট সংখ্যা ছিল শতাধিক। মুর্শিদাবাদ জেলাতেই জীবনের হয়ে কাজ করতেন কমপক্ষে ৪০ জন এজেন্ট। এছাড়া দুই দিনাজপুর, মালদহ মিলিয়ে সেই সংখ্যা পঞ্চাশের বেশি।
advertisement
এই সকল এজেন্টদের সঙ্গে স্থানীয় কোন কেন তৃণমূল নেতার যোগ খতিয়ে দেখছে সিবিআই। তাঁরাও কি নিয়োগ দুর্নীতির টাকায় লাভবান হয়েছেন? খোঁজ নিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হেফাজতে থাকাকালীন এই সকল এজেন্ট সম্পর্কে জেরা করা হবে জীবনকে, এমন দাবিই সিবিআইয়ের। প্রয়োজনে এজেন্টদের তলব করা হবে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 18, 2023 5:52 PM IST










