Home /News /kolkata /
কাল বিজয় হাজারে ট্রফির ম্যাচে মুখোমুখি ঝাড়খণ্ড ও কর্নাটক, উৎচ্ছ্বসিত ধোনি ভক্তরা

কাল বিজয় হাজারে ট্রফির ম্যাচে মুখোমুখি ঝাড়খণ্ড ও কর্নাটক, উৎচ্ছ্বসিত ধোনি ভক্তরা

ঘরোয়া ক্রিকেটে ইডেন থেকেই শুরু আইপিএলের প্রস্তুতি। কাল বিজয় হাজারে ট্রফির ম্যাচে মুখোমুখি ঝাড়খণ্ড ও কর্নাটক।

 • Last Updated :
 • Share this:

  #কলকাতা: ঘরোয়া ক্রিকেটে ইডেন থেকেই শুরু আইপিএলের প্রস্তুতি। কাল বিজয় হাজারে ট্রফির ম্যাচে মুখোমুখি ঝাড়খণ্ড ও কর্নাটক। একটাই উইকেট চান কর্নাটকের অধিনায়ক মণীশ পাণ্ডে। আর সেটা হল ধোনির উইকেট।

   বিস্ফোরক ব্যাটিংয়ের সামনে শৃঙ্খল বোলিং। মণীশ পাণ্ডে, রবিন উথাপ্পাদের বিরুদ্ধে একটা মহেন্দ্র সিং ধোনি। এই আবহে শনিবার ইডেনে বিজয় হাজারে ট্রফি। তার আগে শুক্রবার অনুশীলনে পাশাপাশি দুই দল। এরমধ্যেই নেটে বাঁ হাটুতে চোট পেলেন কর্নাটকের অধিনায়ক মণীশ পাণ্ডে। যদিও তা গুরুতর নয়। উইকেট দেখেও প্রশংসা করলেন। আর জানালেন এই ম্যাচে একটাই উইকেট প্রয়োজন। সেটা ধোনির।

  আইপিএলের এই প্রস্তুতির মধ্যেই ধরা পড়ল বন্ধুত্ব। উথাপ্পার সঙ্গে আড্ডা মেরে গেলেন ঝাড়খণ্ডের বরুণ অ্যারন। আর বাকি সময়টা ইডেন মহেন্দ্র সিং ধোনির। অধিনায়ক থেকে এদিন তিনি ঝাড়খণ্ড দলের মেন্টর। নেটে দুবার ব্যাট করলেন। সৌরভ তিওয়ারি, ইশান কিষাণদের আলাদা করে টিপস দিলেন। আর বল হাতে মাহি এখন যেকোনও নেটেই পরিচিত ছবি। সবমিলিয়ে উইকএণ্ডের ইডেন থেকে শুরু হচ্ছে আইপিএলের প্রস্তুতি।

  First published:

  Tags: Mahendra Singh Dhoni, Vijay Hazare Trophy