কাল বিজয় হাজারে ট্রফির ম্যাচে মুখোমুখি ঝাড়খণ্ড ও কর্নাটক, উৎচ্ছ্বসিত ধোনি ভক্তরা

Last Updated:

ঘরোয়া ক্রিকেটে ইডেন থেকেই শুরু আইপিএলের প্রস্তুতি। কাল বিজয় হাজারে ট্রফির ম্যাচে মুখোমুখি ঝাড়খণ্ড ও কর্নাটক।

#কলকাতা: ঘরোয়া ক্রিকেটে ইডেন থেকেই শুরু আইপিএলের প্রস্তুতি। কাল বিজয় হাজারে ট্রফির ম্যাচে মুখোমুখি ঝাড়খণ্ড ও কর্নাটক। একটাই উইকেট চান কর্নাটকের অধিনায়ক মণীশ পাণ্ডে। আর সেটা হল ধোনির উইকেট।
বিস্ফোরক ব্যাটিংয়ের সামনে শৃঙ্খল বোলিং। মণীশ পাণ্ডে, রবিন উথাপ্পাদের বিরুদ্ধে একটা মহেন্দ্র সিং ধোনি। এই আবহে শনিবার ইডেনে বিজয় হাজারে ট্রফি। তার আগে শুক্রবার অনুশীলনে পাশাপাশি দুই দল। এরমধ্যেই নেটে বাঁ হাটুতে চোট পেলেন কর্নাটকের অধিনায়ক মণীশ পাণ্ডে। যদিও তা গুরুতর নয়। উইকেট দেখেও প্রশংসা করলেন। আর জানালেন এই ম্যাচে একটাই উইকেট প্রয়োজন। সেটা ধোনির।
advertisement
আইপিএলের এই প্রস্তুতির মধ্যেই ধরা পড়ল বন্ধুত্ব। উথাপ্পার সঙ্গে আড্ডা মেরে গেলেন ঝাড়খণ্ডের বরুণ অ্যারন। আর বাকি সময়টা ইডেন মহেন্দ্র সিং ধোনির। অধিনায়ক থেকে এদিন তিনি ঝাড়খণ্ড দলের মেন্টর। নেটে দুবার ব্যাট করলেন। সৌরভ তিওয়ারি, ইশান কিষাণদের আলাদা করে টিপস দিলেন। আর বল হাতে মাহি এখন যেকোনও নেটেই পরিচিত ছবি। সবমিলিয়ে উইকএণ্ডের ইডেন থেকে শুরু হচ্ছে আইপিএলের প্রস্তুতি।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
কাল বিজয় হাজারে ট্রফির ম্যাচে মুখোমুখি ঝাড়খণ্ড ও কর্নাটক, উৎচ্ছ্বসিত ধোনি ভক্তরা
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement