CBI Raid: নগদ ৬০ লক্ষ, ২ কেজি সোনা-রুপো! অবৈধ খাদান কাণ্ডে কলকাতা-পটনায় সিবিআই হানা, উদ্ধার কার্তুজও
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
ঝাড়খণ্ডের অবৈধ পাথর খাদান মামলায় ২০ জায়গায় সিবিআই তল্লাশি। মঙ্গলবার ঝাড়খণ্ড-সহ তিন রাজ্যে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তল্লাশিতে উদ্ধার ৬০ লক্ষ টাকা, ১ কেজি সোনা ও ১.২ কেজি রুপো। উদ্ধার ৬১টি কার্তুজ।
কলকাতা: ঝাড়খণ্ডের অবৈধ পাথর খাদান মামলায় ২০ জায়গায় সিবিআই তল্লাশি। মঙ্গলবার ঝাড়খণ্ড-সহ তিন রাজ্যে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তল্লাশিতে উদ্ধার ৬০ লক্ষ টাকা, ১ কেজি সোনা ও ১.২ কেজি রুপো। উদ্ধার ৬১টি কার্তুজ।
সূত্রের খবর অনুযায়ী, ঝাড়খণ্ড-সহ রাঁচির তিন জায়গা, গুমলার একটি জায়গা পাশাপাশি সাহেবগঞ্জের ১৩টি জায়গায় অভিযান চালায় সিবিআই। অভিযান চলে বিহারের পাটনা ও কলকাতার দুটি জায়গায়। ২০২৩ সালের নভেম্বর মাসে ঝাড়খণ্ডে মামলা রুজু করে তদন্ত শুরু করেছিল সিবিআই।
advertisement
advertisement
প্রসঙ্গত, ঝাড়খণ্ডের অবৈধ পাথর খাদান মামলায় নজরে রয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও। ঝাড়খণ্ডের অতি পরিচিত ‘নিম্বু পাহাড়’ চত্বরে পাথর খাদান থেকে অবৈধ ভাবে মূল্যবান পাথর পাচার করার অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে সিবিআই। সূত্রের খবর, অবৈধভাবে পাথর খাদান থেকে মূল্যবান পাথর আন্তর্জাতিক বাজারে বিক্রি করা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 05, 2024 8:37 PM IST