'দিল্লির শীর্ষ নেতারা কি পাগল হয়েছেন?' আলাপনের বদলি বিতর্কে তীব্র কটাক্ষ প্রাক্তন আইএএস অফিসার জহর সরকারের

Last Updated:

শুক্রবারই আলাপন বন্দ্যোপাধ্যায়কে (Alapan Banerjee) দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় সরকারের অধীনে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ আগামী ৩১ মে সকাল ১০টায় তাঁকে কেন্দ্রীয় কর্মিবর্গ এবং প্রশিক্ষণ দফতরে যোগ দিতে বলা হয়েছে৷

#কলকাতা: পশ্চিমবঙ্গের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে বদলির নির্দেশ দেওয়ার জন্য এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন আইএএস অফিসার জহর সরকার৷ সরাসরি নরেন্দ্র মোদি এবং অমিত শাহের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তাঁর ট্যুইট, 'মোদি- শাহ কি পাগল হয়ে গিয়েছেন?'
প্রসঙ্গত, শুক্রবারই আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় সরকারের অধীনে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ আগামী ৩১ মে সকাল ১০টায় তাঁকে কেন্দ্রীয় কর্মিবর্গ এবং প্রশিক্ষণ দফতরে যোগ দিতে বলা হয়েছে৷ আলাপনবাবুর আগামী ৩১ মে অবসর নেওয়ার কথা৷ রাজ্যের অনুরোধ মেনে গত সপ্তাহেই মুখ্যসচিব পদে আলাপন বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ তিন মাস বাড়ানোর অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় সরকারই৷ তার পরেও অভিজ্ঞ এই আইএএস অফিসারকে ডেকে পাঠানোয় কেন্দ্রের ভূমিকা ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে৷
advertisement
রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই অভিযোগ করেছে, বিজেপি-র প্রতিহিংসা পরায়ণ মনোভাবের কারণেই করোনা অতিমারি, ইয়াস ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত পশ্চিমবঙ্গকে আরও বিপাকে ফেলতে অভিজ্ঞ আমলা আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ডেকে নেওয়া হয়েছে৷ প্রসার ভারতীর প্রাক্তন সিইও জহর সরকারের ট্যুইটেও সেই একই সুর৷ তিনিও অভিযোগ করেছেন, ভোটে বাংলার মানুষ প্রত্যাখ্যান করার রাগ থেকেই এমন মরিয়া মনোভাব নিয়েছেন মোদি- শাহ৷
advertisement
advertisement
জহর সরকার ট্যুইটারে লিখেছেন, 'মোদি- শাহ কি পাগল হয়ে গিয়েছেন? পশ্চিমবঙ্গের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের অবসর নিতে আর একদিন বাকি৷ এখন তাঁরা তাঁকে দিল্লিতে বদলি করছেন? মুখ্যমন্ত্রী চেয়েছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায় আরও তিন মাস পদে থাকুন৷ ঘূর্ণিঝড়ের ত্রাণকার্য, করোনা অতিমারি নিয়ন্ত্রণে ব্যাঘাত ঘটাতে এটা উদ্দেশ্যপ্রণোদিত অন্তর্ঘাত৷ বাংলার ৪৮ শতাংশ মানুষ বিজেপি-র বিরুদ্ধে ভোট দেওয়ার বদলা৷'
advertisement
advertisement
জহর সরকার বরাবরই নরেন্দ্র মোদি সরকারের কড়া সমালোচক হিসেবেই পরিচিত৷ এবার আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলি বিতর্কেও সরব হলেন তিনি৷
যদিও আলাপন বন্দ্যোপাধ্যায়ের এই বদলি নিয়ে এত হইচইয়ের কারণ দেখছেন না বিজেপি নেতা তথাগত রায়৷ তাঁর পাল্টা ট্যুইট, 'কেন্দ্রে আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলি ঘিরে এত হইচইয়ের কী আছে বুঝতে পারছি না৷ উনি একজন আইএস, যা একটি সর্বভারতীয় চাকরি৷ রুটিন মেনেই আইএএস অফিসারদের নির্দিষ্ট সময় অন্তর বদলি করা হয়৷ অতীতেও আরও এক আইএএস অফিসার সঞ্জয় মিত্রকে দিল্লিতে বদলি করা হয়েছিল এবং তিনি পরে প্রতিরক্ষা সচিবের দায়িত্ব পান৷'
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'দিল্লির শীর্ষ নেতারা কি পাগল হয়েছেন?' আলাপনের বদলি বিতর্কে তীব্র কটাক্ষ প্রাক্তন আইএএস অফিসার জহর সরকারের
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement