#কলকাতা: চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’। তাই আগাম সতর্ক ভারতীয় রেল (Indian Railways)। ইতিমধ্যেই পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের তরফে একাধিক ট্রেন বাতিল (Jawad Alert || Indian Railways) করা হয়েছে। শালিমার ইয়ার্ডে ইতিমধ্যেই রেলের চাকা শিকল দিয়ে বেঁধে রাখার ছবি সামনে এসেছে। বাতিল হয়েছে একাধিক এক্সপ্রেস ট্রেনও (Express Train)। সূত্রের খবর, পূর্ব রেলের তরফে মোট ৯৫টি ট্রেন বাতিল করা হয়েছে।
ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ঘূর্ণিঝড়ের (Jawad Alert || Indian Railways) অশনি সংকেত। ৩ ডিসেম্বর ও ৪ ডিসেম্বর ওড়িশা উপকূলে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ (Cyclone Jawad) আছড়ে পড়ার আগেভাগেই তাই ট্রেন বাতিলের সিদ্ধান্তের কথা ঘোষণা করল ভারতীয় পূর্ব রেল। বৃহস্পতিবার রেলের তরফে ট্যুইট করে লেখা হয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী ৩ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে ঘূর্ণিঝড় জওয়াদ (Jawad Alert || Indian Railways) ওড়িশা উপকূলে আছড়ে পডতে পারে। তাই বিভিন্ন স্টেশন থেকে ছাড়া আপ ও ডাউন লাইনের ৯৫টি ট্রেন বাতিল করছে রেল (Indian Railways)।
.@RailMinIndia As per forecast of Met Dept., Cyclone 'Jawad' may hit Odisha on 3rd - 4th Dec. For the safety of passengers 95 Trains originating from different destination and passing over ECoR and originating from ECoR have been cancelled as below: JCO: JOURNEY COMMENCING ON pic.twitter.com/eJDakxI9wK
— East Coast Railway (@EastCoastRail) December 1, 2021
একইসঙ্গে, দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, আগামী ৩ ডিসেম্বর ও ৪ ডিসেম্বর রেলের আপ ডিভিশনের ২৭টি ও ডাউনের ২২ টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও বাতিল (Indian Railways) হয়েছে, হাওড়া-পুরী এক্সপ্রেস, দিঘা-বিশাখাপত্তনম এক্সপ্রেস, হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস, হাওড়া যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস, করমণ্ডল এক্সপ্রেস।
এছাড়াও বাতিল করা হয়েছে, বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট-গুয়াহাটি,কন্যাকুমারী-ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস,চেন্নাই-হাওড়া মেল, অমরাবতী এক্সপ্রেস, তিরুচিরাপল্লি-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস, পুরী-নয়াদিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস, পুরী-হাওড়া ধৌলি এক্সপ্রেস, আনন্দ বিহার-পুরী নন্দন কানন এক্সপ্রেস, ভুবনেশ্বর-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস।
দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক নিরজ কুমার জানান ঘূর্ণিঝড়ের (Cyclone Jawad) জেরে প্রবল ঝড়ো হাওয়া ও বৃষ্টি হবে সে কারনে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ যাওয়া আসার বহু ট্রেন বাতিল করা হয়েছে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে। যে সমস্ত যাত্রীদের আগে থেকেই আসন সংরক্ষণ করা ছিল, তাঁদের ফোনে মেসেজ পাঠিয়ে দেওয়া হবে। তাঁরা টিকিটের টাকা ফেরত নিতে পারবেন।
এখন নিম্নচাপ আন্দামান সাগরে রয়েছে। সেটি খানিকটা শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এটি আজই আন্দামান থেকে বঙ্গোপসাগরের দিকে চলে যাবে। এবং এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। শুক্রবারের মধ্যে একটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি বঙ্গোপসাগরের মধ্য অঞ্চলে থাকবে। শনি-রবিরার এটি উপকূলের দিকে এগোতে থাকবে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের অশনি সংকেত বাংলার আকাশেও! ১২ জেলায় এনডিআরএফ! তুঙ্গে তৎপরতা...
শুক্রবার থেকেই বেশ কয়েকটি জেলা, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়ায় হালকা বৃষ্টি হতে পারে। ৬ জেলায় শনিবার ভারী বৃষ্টি। রবিবার মূল দুর্যোগের আশঙ্কা। এই ঘূর্ণিঝড় (Cyclone Jawad) অন্ধ্র-ওড়িশা উপকূলের দিকে এগোবে। কিন্তু সেখান থেকে এটি স্থলভাগে ঢুকে যাবে কিনা, তা এখনও জানা যায়নি স্পষ্টভাবে। সম্ভবত স্থলভাগে ঢুকে খানিকটা শক্তি হারিয়ে বাংলার দিকে এগোতে পারে এই দুর্যোগ। অথবা স্থলভাগে না ঢুকেই সমুদ্র পথ ধরে বাংলায় আছড়ে পড়তে পারে। ওড়িশার কাছাকাছি আসার পর ঘূর্ণিঝড় একটা ‘টার্ন’ নিতেই পারে। সেখানেই বাংলার জন্য রয়েছে উদ্বেগ। এর জেরে কলকাতা-সহ ৭ জেলায় অতি ভারী বর্ষণের আশঙ্কা করা হয়েছে। ওই দিন সর্বোচ্চ ৮০ কিমি বেগেও ঝোড়ো হাওয়া বইতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে।
আবহাওয়াবিদরা বলছেন, এবছর আন্দামান ও বঙ্গোপসাগরে বারবার নিম্নচাপ তৈরি হচ্ছে। যদি নিম্নচাপ একই জায়গায় দাঁড়িয়ে থাকে,তাহলে শক্তি বৃদ্ধি করবেই। এক্ষেত্রেও সেটি হবে। ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত কলকাতা পুরসভাও। আপাতত ৭৬ টি পাম্পিং স্টেশনকে সজাগ থাকতে বলা হয়েছে। পোর্টেবল পাম্পিংয়ের ব্যবস্থা রয়েছে। কলকাতা পুরসভার কন্ট্রোল রুম খোলা থাকবে।
দক্ষিণ-পূর্ব রেল যে সব ট্রেন বাতিল করেছে:আপ ট্রেন:
১২৭০৩ হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস: ৩ ডিসেম্বর২২৮৮৩ পুরী-যশবন্তপুর গরিব রথ এক্সপ্রেস: ৩ ডিসেম্বর১২২৪৫ হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস: ৩ ডিসেম্বর২২৬০৫ পুরুলিয়া-ভিল্লুপুরম: ৩ ডিসেম্বর১৮০৪৫ হাওড়া-হায়দরাবাদ: ৩ ডিসেম্বর১২৮৪১ হাওড়া-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস: ৩ ডিসেম্বর২২৮১৭ হাওড়া-মাইসুরু এক্সপ্রেস: ৩ ডিসেম্বর২২৮০৭ সাঁতরাগাছি-চেন্নাই সুপারফাস্ট এক্সপ্রেস: ৩ ডিসেম্বর২২৮৭৩ দিঘা-বিশাখাপত্তনম সুপারফাস্ট এক্সপ্রেস: ৩ ডিসেম্বর১২৮৬৩ হাওড়া-যশবন্তপুর সুপারফাস্ট এক্সপ্রেস: ৩ ডিসেম্বর১২৮৩৯ হাওড়া-চেন্নাই মেল: ৩ ডিসেম্বর২২৬৪৪ পাটনা-এর্নাকুলাম সুপারফাস্ট এক্সপ্রেস: ৩ ডিসেম্বর১২৫০৮ শিলচর-তিরবন্তপুরম আরোনাই এক্সপ্রেস: ২ ডিসেম্বর১৩৩৫১ ধানবাদ-আলপুঞ্জা এক্সপ্রেস: ৩ ডিসেম্বর১২৮৯৯ টাটা-যশবন্তপুর এক্সপ্রেস: ৩ ডিসেম্বর১৮৬৩৭ হাতিয়া-বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট এক্সপ্রেস: ৪ ডিসেম্বর১৮৪৭৮ কলিঙ্গ উৎকল এক্সপ্রেস: ২ ডিসেম্বর১৮৪০৯ হাওড়া-পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস: ৩ ডিসেম্বর২২২০১ শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস: ৩ ডিসেম্বর১২৮৯৫ শালিমার-পুরী সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস: ৩ ডিসেম্বর১২৮০২ নয়াদিল্লি-পুরী পুরুষোত্তম এক্সপ্রেস: ২ ডিসেম্বর১৮৪৫১ হাতিয়া-পুরী তপস্বীনী এক্সপ্রেস: ৩ ডিসেম্বর১২৮৩৭ হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস: ৩ ডিসেম্বর১৫৬৪৪ কামাখ্যা-পুরী এক্সপ্রেস: ২ ডিসেম্বর১২৮২১ হাওড়া-পুরী ধৌলি এক্সপ্রেস: ৪ ডিসেম্বর১২৮৭৬ আনন্দ বিহার-পুরী নীলাঞ্চল এক্সপ্রেস: ৩ ডিসেম্বর১৮১০৫ রৌরকেল্লা-পুরী এক্সপ্রেস: ৩ এবং ৪ ডিসেম্বর
ডাউন ট্রেন:
১২৫০৯ বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট-গুয়াহাটি: ২ ডিসেম্বর১২৮৪২ চেন্নাই-হাওড়া করমণ্ডল এক্সপ্রেস: ৩ ডিসেম্বর২২৬৪১ ত্রিবান্দ্রম-শালিমার এক্সপ্রেস: ২ ডিসেম্বর১৮০৪৬ হায়দরাবাদ-হাওড়া এক্সপ্রেস: ৩ ডিসেম্বর১৫৯০৫ কন্যাকুমারী-ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস: ২ ডিসেম্বর১২২৪৬ যশবন্তপুর-হাওড়া দুরন্ত এক্সপ্রেস: ৩ ডিসেম্বর১২৭০৪ সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনুমা এক্সপ্রেস: ৩ ডিসেম্বর১২৮৬৪ যশবন্তপুর-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস: ৩ ডিসেম্বর১২৮৪০ চেন্নাই-হাওড়া মেল: ৩ ডিসেম্বর১৪০৪৮ ভাস্কো দ্য গামা-হাওড়া অমরাবতী এক্সপ্রেস: ৩ ডিসেম্বর১২৬৬৪ তিরুচিরাপল্লি-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস: ৩ ডিসেম্বর২২২০২ পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস: ৪ ডিসেম্বর১২৮৩৮ পুরী-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস: ৩ ডিসেম্বর১৮৪৫২ পুরী-হাতিয়া তপস্বীনী এক্সপ্রেস: ৩ ডিসেম্বর১২৮০১ পুরী-নয়াদিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস: ২ ডিসেম্বর১৫৬৪৩ পুরী-কামাখ্যা এক্সপ্রেস: ৪ ডিসেম্বর১৮৪১০ পুরী-হাওড়া শ্রী জগন্নাথ এক্সপ্রেস: ৩ ডিসেম্বর১৮১০৬ পুরী-রৌরকেল্লা এক্সপ্রেস: ৪ ডিসেম্বর১২৮২২ পুরী-হাওড়া ধৌলি এক্সপ্রেস: ৪ ডিসেম্বর১২৮১৫ আনন্দ বিহার-পুরী নন্দন কানন এক্সপ্রেস: ৪ ডিসেম্বর১২০৭৪ ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস: ৪ ডিসেম্বর২০৮১৭ ভুবনেশ্বর-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস: ৪ ডিসেম্বর
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cyclone Alert, Train Cancelled, West Bengal Cyclone Jawad Alert