Jawaan for Road Safety Campaign: 'জওয়ান' নিয়ে সতর্ক করল কলকাতা পুলিশ, এক পোস্টেই সোশ্যাল মিডিয়ায় উঠল ঝড়

Last Updated:

Jawaan for Road Safety Campaign: মুক্তির সঙ্গে সঙ্গেই শাহরুখ খান অভিনীত ছবি জওয়ান (Jawan) সারা দেশজুড়ে ঝড় তুলেছে। বার জনপ্রিয় সেই সিনেমাকে ট্রাফিক সচেতনতায় কাজে লাগাতে উদ্যোগ নিল কলকাতা পুলিশ।

কলকাতাঃ মুক্তির সঙ্গে সঙ্গেই শাহরুখ খান অভিনীত ছবি জওয়ান (Jawan) সারা দেশজুড়ে ঝড় তুলেছে। সব রেকর্ড তছনছ করে রবিবার জওয়ানের আয় ৮১ কোটি টাকা। যা ‘ওপেনিং ডে’-এর থেকেও বেশি। বলিউডের ইতিহাসে এক দিনে সর্বোচ্চ আয় এটিই। এবার জনপ্রিয় সেই সিনেমাকে ট্রাফিক সচেতনতায় কাজে লাগাতে উদ্যোগ নিল কলকাতা পুলিশ। এর আগে দিল্লি পুলিশ, উত্তরপ্রদেশ পুলিশ, ভারতীয় রেল এই ছবির দৃশ‍্য সচেতনতা তৈরির কাজে লাগায়।
advertisement
কলকাতা পুলিশের এরকম সচেতনতা প্রচার সাধারণ মানুষকে আকর্ষণ করেছে। সোশ‍্যাল মিডিয়ায় পথ নিরাপত্তা সংক্রান্ত একটি বিজ্ঞাপন তৈরি করেছে তাঁরা। যা শাহরুখ খানের সাম্প্রতিক সিনেমা জওয়ানের একটি দৃশ‍্য থেকে তৈরি। কলকাতা পুলিশ একটি ছবি পোষ্ট করে, যেখানে শাহরুখ খান একপাশে হেলমেট ছাড়া বাইক চালাচ্ছেন। অন‍্য পাশে সম্প্রতি মুক্তি পাওয়া জওয়ান ছবির একটি দৃশ‍্য। সেখানে সারা মুখে ব‍্যান্ডেজ বেধে বসে আছেন তিনি। উপরে ক‍্যাপশনে লেখা, ‘হেলমেট ছাড়া দেখালে তেজ, JAWAN এর কপালে ব‍্যান্ডেজ’।
advertisement
এই সৃজনশীল দৃষ্টিভঙ্গি মনোযোগ আকর্ষণ করেছে। কমেন্ট বক্স ভরেছে প্রশংসায়। ‘পাঠান’-এর পর ফের পর্দায় শাহরুখ ম‍্যাজিক। বহু অপেক্ষা পর অবশেষে গত ৭ সেপ্টম্বর মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত ছবি ‘জওয়ান’। শাহরুখ খান, নয়নতারা, বিজয় সেতুপতি অভিনীত জওয়ান প্রি-টিকিট বুকিং-এ গড়েছিল রেকর্ড। এবার সেই ছবি ব‍্যবহার করা হল জনস্বার্থ প্রচারে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jawaan for Road Safety Campaign: 'জওয়ান' নিয়ে সতর্ক করল কলকাতা পুলিশ, এক পোস্টেই সোশ্যাল মিডিয়ায় উঠল ঝড়
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement