corona virus btn
corona virus btn
Loading

দক্ষিণ কলকাতায় জন্ডিসের থাবা, পানীয় জলের থেকেই মারণরোগ

দক্ষিণ কলকাতায় জন্ডিসের থাবা, পানীয় জলের থেকেই মারণরোগ
representative image
  • Share this:

#কলকাতা: দক্ষিণ কলকাতার বাঘাযতীন বিদ্যাসাগর কলোনিতে জন্ডিসের প্রকোপ। গত ১৫ দিন ধরে এলাকায় জন্ডিসে আক্রান্ত হয়েছেন প্রায় ৩০ জন। স্থানীয় চিকি‍ৎসকদের মত, পানীয় জলের থেকেই জন্ডিস হচ্ছে। আক্রান্ত কয়েকজন ভর্তি বাঘাযতীন হাসপাতালে। বাকিদের চিকিৎসা চলছে বাড়িতেই। প্রসঙ্গত জন্ডিসে আক্রান্ত ব্যক্তিরা বড় জারের জল ব্যবহার করতেন।

গতবছর হাওড়ার বাগনানে মারণ থাবা বসায় জন্ডিস। আক্রান্ত একশোরও বেশি। পুজোর আগে থেকেই শুরু হয় জ্বরের প্রকোপ। পুজোর পর তা আরও বাড়ে। আক্রান্তদের রক্তের নমুনা পরীক্ষা করে জন্ডিস ধরা পড়ে। এলাকাবাসীদের দাবি, খালোড় পূর্ব ও মধ্যপাড়া, শিশুসংঘ পাড়া মিলিয়ে অন্তত দুশোজন জন্ডিসে আক্রান্ত হয়েছিল।

First published: May 31, 2019, 12:10 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर