Jatu Lahiri: প্রয়াত জটু লাহিড়ি, শিবপুরের টানা ৫বারের বিধায়ক ছিলেন তিনি

Last Updated:

Jatu Lahiri: বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। ভর্তি হয়েছিলেন কলকাতার এক বেসরকারি হাসপাতালে।

কলকাতা: প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবিদ জটু লাহিড়ি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। ভর্তি হয়েছিলেন কলকাতার এক বেসরকারি হাসপাতালে। পরে বাড়িতে চলে আসেন তিনি। যদিও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর। এদিন সকালে মৃত্যু হয় এই প্রবীণ রাজনীতিবিদের।
রাজনৈতিক জীবনে তাঁর হাতেখড়ি কংগ্রেসের হাত ধরে। দীর্ঘদিন ধরে শিবপুর কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি। ১৯৯১ এবং ১৯৯৬ সালে জিতে শিবপুর কেন্দ্রের বিধায়ক হন। পরে কংগ্রেস ভেঙে গঠন হয় তৃণমূল। তখন তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলের যোগ দেন।
১৯৯১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত মোট ৫ বার বিধায়ক হয়েছিলেন তিনি। ২০২১ সালে বিধাসভা নির্বাচনে তৃণমূলের হয়ে প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু টিকিট না পেয়ে শেষে বিজেপিতে যোগ দেন। বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রার্থীও হয়েছিলেন তিনি।
advertisement
advertisement
কিন্তু দীর্ঘদিনের এই রাজনীতিবিদ বিজেপির টিকিটে তাঁর পুরনো আসনে আর জিততে পারেননি। তার পর থেকে আর রাজনীতিতে সক্রিয় ছিলেন না। সম্প্রতি তিনি শারীরিক অসুস্থতাতেও ভুগছিলেন।
advertisement
হাসপাতালেও বেশ কিছু ভর্তি ছিলেন। পরে বাড়িতে চলে আসেন তিনি। সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। এদিন সকালেই মৃত্যু হয় রাজ্য রাজনীতির বহুদিনের পুরনো এই রাজনীতিবিদের।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jatu Lahiri: প্রয়াত জটু লাহিড়ি, শিবপুরের টানা ৫বারের বিধায়ক ছিলেন তিনি
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement