Jatu Lahiri: প্রয়াত জটু লাহিড়ি, শিবপুরের টানা ৫বারের বিধায়ক ছিলেন তিনি

Last Updated:

Jatu Lahiri: বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। ভর্তি হয়েছিলেন কলকাতার এক বেসরকারি হাসপাতালে।

কলকাতা: প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবিদ জটু লাহিড়ি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। ভর্তি হয়েছিলেন কলকাতার এক বেসরকারি হাসপাতালে। পরে বাড়িতে চলে আসেন তিনি। যদিও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর। এদিন সকালে মৃত্যু হয় এই প্রবীণ রাজনীতিবিদের।
রাজনৈতিক জীবনে তাঁর হাতেখড়ি কংগ্রেসের হাত ধরে। দীর্ঘদিন ধরে শিবপুর কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি। ১৯৯১ এবং ১৯৯৬ সালে জিতে শিবপুর কেন্দ্রের বিধায়ক হন। পরে কংগ্রেস ভেঙে গঠন হয় তৃণমূল। তখন তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলের যোগ দেন।
১৯৯১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত মোট ৫ বার বিধায়ক হয়েছিলেন তিনি। ২০২১ সালে বিধাসভা নির্বাচনে তৃণমূলের হয়ে প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু টিকিট না পেয়ে শেষে বিজেপিতে যোগ দেন। বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রার্থীও হয়েছিলেন তিনি।
advertisement
advertisement
কিন্তু দীর্ঘদিনের এই রাজনীতিবিদ বিজেপির টিকিটে তাঁর পুরনো আসনে আর জিততে পারেননি। তার পর থেকে আর রাজনীতিতে সক্রিয় ছিলেন না। সম্প্রতি তিনি শারীরিক অসুস্থতাতেও ভুগছিলেন।
advertisement
হাসপাতালেও বেশ কিছু ভর্তি ছিলেন। পরে বাড়িতে চলে আসেন তিনি। সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। এদিন সকালেই মৃত্যু হয় রাজ্য রাজনীতির বহুদিনের পুরনো এই রাজনীতিবিদের।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jatu Lahiri: প্রয়াত জটু লাহিড়ি, শিবপুরের টানা ৫বারের বিধায়ক ছিলেন তিনি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement