ভারতীয় ক্রিকেটে তাঁরা যাযাবর ! দাবি জম্মু-কাশ্মীরের ক্রিকেটারদের
Last Updated:
ভারতীয় ক্রিকেটে তাঁরা যাযাবর। কলকাতায় বিজয় হাজারে ট্রফি খেলতে এসে দাবি জম্মু-কাশ্মীরের ক্রিকেটারদের।
#কলকাতা: ভারতীয় ক্রিকেটে তাঁরা যাযাবর। কলকাতায় বিজয় হাজারে ট্রফি খেলতে এসে দাবি জম্মু-কাশ্মীরের ক্রিকেটারদের। ঠান্ডায় বরফের সঙ্গে লাগাতার কারফিউ। তাই অনুশীলনের জন্য রাজ্য ছাড়তে হয় তাঁদের।
দিন কয়েক আগের কথা। উপত্যকা থেকে লা-লিগায় খেলতে গিয়েছেন দুই যুবক। শুধু ফুটবল নয় সাম্প্রতিক সময়ে উপত্যকার খেলাধূলায় নাম করেছেন তাইজুল। কিন্তু ক্রিকেটের ভাগ্য ? খুবই খারাপ। বিজয় হাজারে ট্রফি খেলতে কলকাতায় এসে জানালেন জম্মু-কাশ্মীরের ক্রিকেটাররা। ঠান্ডার সময় ছ’মাস বরফের জন্য মাঠ পাওয়া যায় না। আর বরফ গললে রাজনৈতিক উত্তাপে পরিস্থিতি গরম হয়। তাই কারফিউ উপেক্ষা করে আর প্যাড-আপ করা যায় না।
advertisement
২০১৩ সালে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল খেলেছিল জম্মু-কাশ্মীর। ওটাই প্রথম এবং এখনও পর্যন্ত ওটাই শেষ। প্রথম ক্রিকেটার হিসেবে রাজ্য থেকে ভারতের জন্য ক্রিকেট খেলছেন পারভেজ রসুল। তারপর কে ? উত্তর নেই জম্মু-কাশ্মীর দলের কাছে। প্রতিবছর আইপিএলে ক্রিকেটারদের নাম থাকে কিন্তু ডাক পান না। নিজেদের এখন ভারতীয় ক্রিকেটের যাযাবর বলেই দাবি করছেন উপত্যকার ক্রিকেটাররা।
advertisement
advertisement
রিপোর্টার: ঈরণ রায় বর্মন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 04, 2017 4:44 PM IST

