Jamai Shoshthi: অবাক ঘটনা! হোম ডেলিভারিতে মিলছে জামাই ষষ্ঠীর মেনু? এ ও সম্ভব?
- Published by:Rachana Majumder
Last Updated:
Jamai Sasthi: পাঁচশো টাকায় মিলছে ভাল চালের ভাতের সঙ্গে খাসির মাংস ও গলদা চিংড়ি।
#কলকাতা: করোনার পরে আপনি হয়তো জামাইষষ্ঠীর দিনে হাজির হলেন শ্বশুরবাড়ি৷ দেখলেন আধুনিক শাশুড়িমা অ্যাপায়নের ত্রুটি রাখছেন না তবে হেঁসেল একেবারে ফাঁকা। সকাল থেকে টুকটাক খাবার জুটলেও দুপুরের খাবার হচ্ছে তো? সেই কৌতুহল নিয়ে রান্না ঘরের দিকে গিয়ে বারবার দেখছেন৷ কিন্তু মাংস তো দূরের কথা, হাঁড়িতে ভাতও বসেনি। চিন্তা করতে না করতেই আপনার চক্ষুচড়কগাছ। ঘরের বেল বাজার সঙ্গে সঙ্গে একজন ডেলিভারির লোক৷ অবাক হবেন না৷ গলদা চিংড়ি থেকে খাসির মাংস-সবই দুয়ারে মিলবে হোম ডেলিভারির মাধ্যমে।
পঞ্চয়েত দফতরের স্বনির্ভর গোষ্ঠীর উদ্যোগে নানান লোভনীয় পদের রান্না পৌঁছে যাচ্ছে কলকাতার বিভিন্ন বাড়িতে। রাড়িতে বসেই শ্বশুর-শাশুড়ি জমিয়ে খাওয়াচ্ছেন জামাইকে। ষষ্ঠীর ঝামেলা ফেলে রেখে এক ক্লিকে খাবার অর্ডার দেওয়া যাচ্ছে পঞ্চায়েত ওই সংস্থায়। শুধুই যে খাবার তা নয়, আম-আনারসের মত ফলের স্বাদও মিলছে এই হোম ডেলিভারিতে।
advertisement
advertisement
অর্ডার দেওয়া এক ব্যক্তির বক্তব্য, "এখন খাবার তৈরি করা বড়ই ঝক্কি৷ জামাই ষষ্ঠী পালন করতে হোম ডেলিভারিই সেরা।" তবে যে অর্ডার দিলেন তাতে আছে কী? জামাই খাবেন কী? স্বনির্ভর গোষ্ঠীর ফুড ইনচার্জ সৌপ্তিক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, "ভাল চালের ভাতের সঙ্গে খাসির মাংস বা গলদা চিংড়ি মিলবে মাত্র পাঁচশো টাকায়। ইলিশের মত লোভনীয় প্লেটের জন্য বাড়তি টাকা গুনলেই কেল্লাফতে। এখন এই মেনু কলকাতা শহরের বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছে এই গোষ্ঠী৷ হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুক করলেও চাহিদা কিন্তু তুঙ্গে।"
advertisement
Susovan Bhattacharjee
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jun 05, 2022 8:40 AM IST










