Rath Yatra 2023: ইসকনের রথ যাত্রায় উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা, থিমেও রয়েছে বিশেষ চমক
- Published by:Salmali Das
- Written by:AVIJIT CHANDA
Last Updated:
Rath Yatra 2023: এবারের রথযাত্রা উৎসবের প্রধান অতিথি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মিন্টো পার্কের কাছে ৩C,অ্যালবার্ট রোডের (উত্তম কুমার সরণি) ইসকন মন্দির থেকে ২০জুন, তারিখে দুপুর ১টায় রথযাত্রার উদ্বোধন করবেন।
কলকাতাঃ আজ রথযাত্রা উৎসব। ইস্কন মন্দির, কলকাতা প্রতি বছরের মত এই বছর রথযাত্রার উৎসব পালন করবে। সেই উপলক্ষে শুক্রবার ইস্কনের অফিসে এক সাংবাদিক বৈঠকে উৎসবের অধিকর্তা রাধারমন দাস সাংবাদিকদের জানান, ‘এবারের রথযাত্রা উৎসবের প্রধান অতিথি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মিন্টো পার্কের কাছে ৩C,অ্যালবার্ট রোডের (উত্তম কুমার সরণি) ইসকন মন্দির থেকে ২০জুন, তারিখে দুপুর ১টায় রথযাত্রার উদ্বোধন করবেন।’
শুক্রবারের সাংবাদিক বৈঠকে ইস্কন-এর প্রধান অনঙ্গ মোহন দাস মহারাজ জানান, ‘বিশ্বজুড়ে, ৯৭ কোটি মানুষ মানসিক অসুস্থতার সঙ্গে লড়াই করছে। সারা বিশ্বের ২৫% মানুষ তাঁদের জীবদ্দশায় অন্তত একবার মানসিক রোগে আক্রান্ত হয়। বিশ্বব্যাপী মৃত্যুর ১৪.৩%, বা প্রতি বছর আনুমানিক ৮০ লক্ষ মৃত্যুর জন্য মানসিক ব্যাধিগুলি দায়ী। সম্প্রতি, ওড়িশায় একটি ভয়াবহ রেল দুর্ঘটনায়, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে শত শত মানুষ প্রাণ হারিয়েছেন যা তাঁদের প্রিয়জনদের জীবনকে গভীর ভাবে প্রভাবিত করেছে। এই ধরনের খবর আমাদের মনকে উদ্বিগ্ন করে তোলে এবং অনেক প্রশ্ন আমাদের সামনে উত্থাপিত করে। এই পরিস্থিতিতে মানসিক শান্তি কীভাবে পাওয়া যায়?’
advertisement
advertisement
তিনি আরও বলেন, ‘আমরা এমন এক জগতে বাস করছি, যেখানে সর্বদা উদ্বেগ এবং বিভ্রান্তি আমাদেরকে উত্তেজিত করে তোলে। স্বাভাবিকভাবেই, আমরা মনের শান্তি চাই। তাই, এই বছর কলকাতার রথযাত্রার থিম ‘মানসিক শান্তি’। বিশ্বব্যাপী মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্রমবর্ধমান সংখ্যার সঙ্গে সঙ্গে, ইসকন ভক্তরা, এই তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিস্থিতিতেও কীভাবে মানসিক শান্তি বজায় রাখা সম্ভবন সে সম্পর্কে জনসাধারণকে অবহিত করবে। ইসকনের লক্ষ্য হল, আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে মানুষের অজ্ঞতার অন্ধকার দূর করা এবং তাঁদের শান্তির দিকে পরিচালিত করা।’
advertisement
১৯৭২ সালে ইসকনের প্রতিষ্ঠাতা-আচার্য, কৃষ্ণকৃপাশ্রীমূর্তি অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের দ্বারা প্রতিষ্ঠিত হয়। কলকাতার রথযাত্রা জগন্নাথ পুরীর রথযাত্রার পরে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা হয়ে উঠেছে। যা ১৫ থেকে ১৬ লক্ষেরও বেশি লোককে আকর্ষণ করে। আজ, ইসকন বিশ্বব্যাপী ১৭০টিরও বেশি দেশে এবং ৮০০টিরও বেশি শহর ও জনপদে রথযাত্রার আয়োজন করবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 20, 2023 11:55 AM IST