কলকাতা: বিতর্কের মধ্যেই রাজ্যপালের হাতে নিয়োগ। যাদবপুর বিশ্ববিদ্যালয়-সহ উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দীর্ঘদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়-সহ উপাচার্যের পদটি ফাঁকা ছিল। অধ্যাপক অমিতাভ দত্তকে ওই পদে নিয়োগ করলেন রাজ্যপাল তথা আচার্য। এদিনই নিয়োগপত্র স্বাক্ষর করেছেন রাজ্যপাল, তেমনই খবর রাজভবন সূত্রে। আপাতত রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয় উপাচার্য না থাকলেও সহ-উপাচার্য নিয়োগ প্রক্রিয়া শুরু করলেন রাজ্যপাল।
শেষ কয়েকদিন ধরেই বেশ কয়েকটি পর্বে আলোচনার শীর্ষ রয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস৷ শনিবার বিকেলে প্রাথমিক ভাবে কড়া বিবৃতি দেওয়া হয় রাজভবনের তরফ থেকে৷ সেখানে বলা হয়, পঞ্চায়েত নির্বাচন যাতে শান্তিতে হয়, সে দিকে খেয়াল রাখবেন রাজ্যপাল৷ পাশাপাশি বিবৃতি দিয়ে বলা হয়, দুর্নীতির বিষয়ে কড়া অবস্থান নেবেন রাজ্যপাল৷
আরও পড়ুন: মমতার কবিতা পাঠ করলেন শুভেন্দু! নামেই 'সম্মান', কবির নামও নিলেন না বিরোধী দলনেতা
আরও পড়ুন: বুধবার মমতা-শুভেন্দু বৈঠক! আবারও কি ২৫ নভেম্বরের পুনরাবৃত্তি? জোর জল্পনা
তার আগে অবশ্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যপাল৷ সেখানে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় বলে খবর৷ রাজ্যপালরে সঙ্গে সুকান্ত এই দুই বিষয় নিয়েও কথা বলেন বলে রাজভবনের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়৷ সেখানে শিক্ষক দুর্নীতি নিয়েও আলোচনা হয় বলে খবর৷
রাজভবনের তরফ থেকে জারি করা বিবৃতির ভিত্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বীরভূমের একটি সভা থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘‘উনি ট্র্যাকে আসতে শুরু করেছেন৷ কালকে প্রধানমন্ত্রীর প্রশংসা আর আজকে যদি এটা বলে থাকেন তা হলে উনি ট্র্যাকে আস্তে আস্তে ফিরছেন৷’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।