#কলকাতা: ছাত্র ভর্তি নিয়ে রাজ্যের সঙ্গে সংঘাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়। গত ৪ জুন ভর্তির বিজ্ঞপ্তি জারি করেছিল বিশ্ববিদ্যালয়। তাতে প্রবেশিকা পরীক্ষা নেওয়া কথা বলা হলেও আপত্তি জানায় রাজ্য। মতানৈক্য দূর করতে গত সপ্তাহেই বৈঠকে বসে দু’পক্ষ। কিন্তু সেই বৈঠক সম্পূর্ণ হয়নি।
আরও পড়ুন: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রাতভর রেকর্ড বৃষ্টি, বৃষ্টিপাতের পরিমাণ ১০৫.৬৬ মিমি
সোমবার এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠকে এই নিয়ে ফের আলোচনা হয় । সেখানে সরকার মনোনীত প্রতিনিধিদের সঙ্গে সহমত হননি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। সরাসরি বাধা না দিলেও সরকার এখনও প্রবেশিকা পরীক্ষার বিরোধী।
আরও পড়ুন: মালদহে গাড়ি-ডাম্পার সংঘর্ষে মৃত ৫
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ পড়ুয়া ও অধ্যাপক চান প্রবেশিকা পরীক্ষা হোক। এর জেরে আপাতত স্থগিত স্নাতক স্তরে কলা বিভাগের ভর্তি প্রক্রিয়া। প্রতিবাদে সোমবার সন্ধে থেকে উপাচার্য সুরঞ্জন দাস-সহ ইসি সদস্যদের ঘেরাও করে রেখেছেন কলা বিভাগের ছাত্র সংসদের সদস্যরা। কলাবিভাগের ছাত্র ভর্তিতে দুর্নীতির অভিযোগ তুলে তারা জানিয়েছেন আন্দোলন চলবে ৷
আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে দুর্বিষহ অবস্থা ফুটপাথবাসীদের
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।