Jadavpur University: মৃত ছাত্রের ডায়েরির চিঠি ঘিরে নতুন রহস্য, ৯ তারিখকে কেন ১০ করা হল? মেলানো হবে হাতের লেখা
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
সূত্রের খবর, চিঠিতে কয়েকজন সিনিয়রের বিরুদ্ধে মানসিক চাপ সৃষ্টির অভিযোগ আনা হচ্ছিল বলে জানা গিয়েছে৷ চিঠির বিষয়বস্তুতে অন্তত সেরকমই লেখা৷ চিঠিতে একজন সিনিয়রের নাম নিয়ে অভিযোগ করা হয়েছে বলে জানা গিয়েছে৷ সেই সিনিয়র নাকি হস্টেল নিয়ে ওই ছাত্রকে ভয় দেখাত৷
কলকাতা: যাদবপুরের ছাত্রের মৃত্যুতে আরও ঘনীভূত হচ্ছে রহস্য৷ মৃত ছাত্রের ডায়রির পাতায় মিলেছে একটি চিঠি৷ ডিন অফ স্টুডেন্টস-কে লেখা সেই চিঠি ঘিরেই নতুন করে জোরাল হচ্ছে ব়্যাগিং-তত্ত্ব৷ চিঠিতে ‘মানসিক চাপে’র উল্লেখ রয়েছে বলে সূত্রের খবর৷
গত শনিবারই মৃত ছাত্রের একটি ডায়েরি হস্টেলের ঘর থেকে পান তদন্তকারীরা৷ সেই ডায়েরিতে লেখা চিঠি ঘিরেই এবার নতুন করে শুরু হয়েছে জল্পনা৷ দেখা গিয়েছে, সেই চিঠির গোটাটাই টানা এক ভাবে লেখা হলেও তারিখের জায়গায় ডাবল রাইটিং পাওয়া গিয়েছে৷ তারিখের জায়গায় লেখা রয়েছে ১০ অগাস্ট৷ অভিযোগ, ৯ অগাস্টের উপরে নতুন করে ১০ আগস্ট করা হয়েছে সেখানে৷
advertisement
আরও পড়ুন: মাটির বাড়ি, চায়ের দোকান থেকেই চলে সংসার যাদবপুর কাণ্ডে ধৃত মনোতোষের
কিন্তু, গত ৯ অগাস্টই যাদবপুরের মেন হস্টেলের নীচে নগ্ন, রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় ওই ছাত্রটিকে৷ পরের দিন ভোরেই মৃত্যু হয় তাঁর৷ এর থেকেই প্রশ্ন উঠছে, যে ৯ অগাস্ট ঘটনা ঘটলে, চিঠির তারিখ কেন ১০ অগাস্ট করা হয়েছিল৷ তাহলে কি অভিযুক্ত ছাত্রেরাই তথ্যপ্রমাণ হেরফের করার চেষ্টা করেছিলেন?
advertisement
advertisement
সূত্রের খবর, চিঠিতে কয়েকজন সিনিয়রের বিরুদ্ধে মানসিক চাপ সৃষ্টির অভিযোগ আনা হচ্ছিল বলে জানা গিয়েছে৷ চিঠির বিষয়বস্তুতে অন্তত সেরকমই লেখা৷ চিঠিতে একজন সিনিয়রের নাম নিয়ে অভিযোগ করা হয়েছে বলে জানা গিয়েছে৷ সেই সিনিয়র নাকি হস্টেল নিয়ে ওই ছাত্রকে ভয় দেখাত৷
advertisement
চিঠিটি কি আদৌ ওই ছাত্র লিখেছিল, নাকি অন্য কেউ লিখেছিল, নাকি কেউ জোর করে ওই ছাত্রকে দিয়ে লিখিয়ে দিয়েছিল, তা জানতে চাইছেন তদন্তকারীরা৷ সেই কারণে মৃত ছাত্রের বাবার কাছ থেকে তাঁর ছেলের পুরনো খাতাও চেয়ে পাঠানো হয়েছে৷ মৃত ছাত্রের পুরনো হাতের লেখার সঙ্গে এই ডায়েরির চিঠির হাতের লেখা মিলিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে৷ হবে ফরেন্সিক তদন্ত৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
August 13, 2023 6:38 PM IST