Jadavpur University: মৃত ছাত্রের ডায়েরির চিঠি ঘিরে নতুন রহস্য, ৯ তারিখকে কেন ১০ করা হল? মেলানো হবে হাতের লেখা

Last Updated:

সূত্রের খবর, চিঠিতে কয়েকজন সিনিয়রের বিরুদ্ধে মানসিক চাপ সৃষ্টির অভিযোগ আনা হচ্ছিল বলে জানা গিয়েছে৷ চিঠির বিষয়বস্তুতে অন্তত সেরকমই লেখা৷ চিঠিতে একজন সিনিয়রের নাম নিয়ে অভিযোগ করা হয়েছে বলে জানা গিয়েছে৷ সেই সিনিয়র নাকি হস্টেল নিয়ে ওই ছাত্রকে ভয় দেখাত৷

কলকাতা: যাদবপুরের ছাত্রের মৃত্যুতে আরও ঘনীভূত হচ্ছে রহস্য৷ মৃত ছাত্রের ডায়রির পাতায় মিলেছে একটি চিঠি৷ ডিন অফ স্টুডেন্টস-কে লেখা সেই চিঠি ঘিরেই নতুন করে জোরাল হচ্ছে ব়্যাগিং-তত্ত্ব৷ চিঠিতে ‘মানসিক চাপে’র উল্লেখ রয়েছে বলে সূত্রের খবর৷
গত শনিবারই মৃত ছাত্রের একটি ডায়েরি হস্টেলের ঘর থেকে পান তদন্তকারীরা৷ সেই ডায়েরিতে লেখা চিঠি ঘিরেই এবার নতুন করে শুরু হয়েছে জল্পনা৷ দেখা গিয়েছে, সেই চিঠির গোটাটাই টানা এক ভাবে লেখা হলেও তারিখের জায়গায় ডাবল রাইটিং পাওয়া গিয়েছে৷ তারিখের জায়গায় লেখা রয়েছে ১০ অগাস্ট৷ অভিযোগ, ৯ অগাস্টের উপরে নতুন করে ১০ আগস্ট করা হয়েছে সেখানে৷
advertisement
আরও পড়ুন: মাটির বাড়ি, চায়ের দোকান থেকেই চলে সংসার যাদবপুর কাণ্ডে ধৃত মনোতোষের
কিন্তু, গত ৯ অগাস্টই যাদবপুরের মেন হস্টেলের নীচে নগ্ন, রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় ওই ছাত্রটিকে৷ পরের দিন ভোরেই মৃত্যু হয় তাঁর৷ এর থেকেই প্রশ্ন উঠছে, যে ৯ অগাস্ট ঘটনা ঘটলে, চিঠির তারিখ কেন ১০ অগাস্ট করা হয়েছিল৷ তাহলে কি অভিযুক্ত ছাত্রেরাই তথ্যপ্রমাণ হেরফের করার চেষ্টা করেছিলেন?
advertisement
advertisement
সূত্রের খবর, চিঠিতে কয়েকজন সিনিয়রের বিরুদ্ধে মানসিক চাপ সৃষ্টির অভিযোগ আনা হচ্ছিল বলে জানা গিয়েছে৷ চিঠির বিষয়বস্তুতে অন্তত সেরকমই লেখা৷ চিঠিতে একজন সিনিয়রের নাম নিয়ে অভিযোগ করা হয়েছে বলে জানা গিয়েছে৷ সেই সিনিয়র নাকি হস্টেল নিয়ে ওই ছাত্রকে ভয় দেখাত৷
advertisement
চিঠিটি কি আদৌ ওই ছাত্র লিখেছিল, নাকি অন্য কেউ লিখেছিল, নাকি কেউ জোর করে ওই ছাত্রকে দিয়ে লিখিয়ে দিয়েছিল, তা জানতে চাইছেন তদন্তকারীরা৷ সেই কারণে মৃত ছাত্রের বাবার কাছ থেকে তাঁর ছেলের পুরনো খাতাও চেয়ে পাঠানো হয়েছে৷ মৃত ছাত্রের পুরনো হাতের লেখার সঙ্গে এই ডায়েরির চিঠির হাতের লেখা মিলিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে৷ হবে ফরেন্সিক তদন্ত৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jadavpur University: মৃত ছাত্রের ডায়েরির চিঠি ঘিরে নতুন রহস্য, ৯ তারিখকে কেন ১০ করা হল? মেলানো হবে হাতের লেখা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement