Jadavpur University: বরাবর ফার্স্ট বয়! উচ্চ মাধ্যমিকে ১০০-এ ১০০, যাদবপুর কাণ্ডে ধৃত সৌরভকে শান্ত বলেই চিনতেন প্রতিবেশীরা

Last Updated:

গত বুধবার যাদবপুরের মেন হস্টেলের সামনে এক ছাত্রকে নগ্ন, রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়৷ জানা গিয়েছে, এই সৌরভই তাঁকে হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে ভোর রাতে মৃত্যু হয় ওই ছাত্রের৷ মৃত ছাত্রের বাবা গোটা ঘটনার পিছনে ব়্যাগিং-এর অভিযোগ আনেন৷

সুকান্ত চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: যাদবপুরের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনায় গত শুক্রবারই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অঙ্ক বিভাগের প্রাক্তনী সৌরভ চৌধুরী৷ এ সেই ছাত্র যে তাঁর স্কুলে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রথম স্থান অধিকার করেছে৷ উচ্চ মাধ্যমিকে অঙ্কে একশোয় একশো পেয়েছিল সৌরভ৷ সেই সৌরভ কী ভাবে এই ঘটনায় জড়িয়ে গেল, সেকথা বিশ্বাসই করতে পারছেন না তাঁর প্রতিবেশীরা৷
চন্দ্রকোণার খাড়ুশা গ্রামের বাসিন্দা সৌরভ অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান৷ বাবা সামান্য কৃষক৷ বহু অর্থকষ্টের সম্মুখীন হয়ে সৌরভকে পড়াশোনা করানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়েরা৷ সৌরভের বাবা নিজেও অসুস্থ৷
আরও পড়ুন: মাটির বাড়ি, চায়ের দোকান থেকেই চলে সংসার যাদবপুর কাণ্ডে ধৃত মনোতোষের
জানা গিয়েছে, ২০২২ সালের অঙ্কে স্নাতকোত্তর পাশ করেন সৌরভ৷ তারপর বিভিন্ন সরকারি, বেসরকারি জায়গায় চাকরির চেষ্টা করছিলেন৷ এলাকার মানুষ জানাচ্ছেন, স্বভাব শান্ত সৌরভ সব সময় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতেন, তার মধ্যেই এই ঘটনা৷
advertisement
advertisement
আরও পড়ুন: ‘সিনিয়রদের জন্য গাঁজা বানাতে হত’, সহপাঠীর চ্যাটে র‍্যাগিংয়ের প্রমাণ!
গত বুধবার যাদবপুরের মেন হস্টেলের সামনে এক ছাত্রকে নগ্ন, রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়৷ জানা গিয়েছে, এই সৌরভই তাঁকে হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে ভোর রাতে মৃত্যু হয় ওই ছাত্রের৷ মৃত ছাত্রের বাবা গোটা ঘটনার পিছনে ব়্যাগিং-এর অভিযোগ আনেন৷
advertisement
গত শুক্রবার ঘটনায় প্রথম গ্রেফতার করা হয় সৌরভ চৌধুরী নামের বিজ্ঞান বিভাগের এই প্রাক্তনীকে৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jadavpur University: বরাবর ফার্স্ট বয়! উচ্চ মাধ্যমিকে ১০০-এ ১০০, যাদবপুর কাণ্ডে ধৃত সৌরভকে শান্ত বলেই চিনতেন প্রতিবেশীরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement