Jadavpur University: বরাবর ফার্স্ট বয়! উচ্চ মাধ্যমিকে ১০০-এ ১০০, যাদবপুর কাণ্ডে ধৃত সৌরভকে শান্ত বলেই চিনতেন প্রতিবেশীরা
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
গত বুধবার যাদবপুরের মেন হস্টেলের সামনে এক ছাত্রকে নগ্ন, রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়৷ জানা গিয়েছে, এই সৌরভই তাঁকে হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে ভোর রাতে মৃত্যু হয় ওই ছাত্রের৷ মৃত ছাত্রের বাবা গোটা ঘটনার পিছনে ব়্যাগিং-এর অভিযোগ আনেন৷
সুকান্ত চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: যাদবপুরের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনায় গত শুক্রবারই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অঙ্ক বিভাগের প্রাক্তনী সৌরভ চৌধুরী৷ এ সেই ছাত্র যে তাঁর স্কুলে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রথম স্থান অধিকার করেছে৷ উচ্চ মাধ্যমিকে অঙ্কে একশোয় একশো পেয়েছিল সৌরভ৷ সেই সৌরভ কী ভাবে এই ঘটনায় জড়িয়ে গেল, সেকথা বিশ্বাসই করতে পারছেন না তাঁর প্রতিবেশীরা৷
চন্দ্রকোণার খাড়ুশা গ্রামের বাসিন্দা সৌরভ অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান৷ বাবা সামান্য কৃষক৷ বহু অর্থকষ্টের সম্মুখীন হয়ে সৌরভকে পড়াশোনা করানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়েরা৷ সৌরভের বাবা নিজেও অসুস্থ৷
আরও পড়ুন: মাটির বাড়ি, চায়ের দোকান থেকেই চলে সংসার যাদবপুর কাণ্ডে ধৃত মনোতোষের
জানা গিয়েছে, ২০২২ সালের অঙ্কে স্নাতকোত্তর পাশ করেন সৌরভ৷ তারপর বিভিন্ন সরকারি, বেসরকারি জায়গায় চাকরির চেষ্টা করছিলেন৷ এলাকার মানুষ জানাচ্ছেন, স্বভাব শান্ত সৌরভ সব সময় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতেন, তার মধ্যেই এই ঘটনা৷
advertisement
advertisement
আরও পড়ুন: ‘সিনিয়রদের জন্য গাঁজা বানাতে হত’, সহপাঠীর চ্যাটে র্যাগিংয়ের প্রমাণ!
গত বুধবার যাদবপুরের মেন হস্টেলের সামনে এক ছাত্রকে নগ্ন, রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়৷ জানা গিয়েছে, এই সৌরভই তাঁকে হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে ভোর রাতে মৃত্যু হয় ওই ছাত্রের৷ মৃত ছাত্রের বাবা গোটা ঘটনার পিছনে ব়্যাগিং-এর অভিযোগ আনেন৷
advertisement
গত শুক্রবার ঘটনায় প্রথম গ্রেফতার করা হয় সৌরভ চৌধুরী নামের বিজ্ঞান বিভাগের এই প্রাক্তনীকে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
August 13, 2023 5:55 PM IST