Jadavpur University: যাদবপুরের সঙ্গে ’মাওবাদী’ যোগ তুলে মামলা হাইকোর্টে, বিস্ফোরক দাবি শুভেন্দুর

Last Updated:

অন্যদিকে, সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেলে, তাঁকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন পড়ুয়াদের একাংশ৷ এদিন আদালতে জানানো হয়, যে ভাবে বিরোধী দলনেতার বিরুদ্ধে সেদিন ‘হামলা’ করা হয়েছিল, তাতে ‘মাওবাদী যোগ’ থাকতে পারে৷ ‘মাদক যোগ’ ও ‘নাশকতার তত্ত্ব’ও এক্ষেত্রে উড়িয়ে দেওয়া হয়নি মামলাকারীর তরফে৷

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু থেকে শুরু করে তাঁর উপস্থিতিতে স্লোগানিং৷ সব কিছুর মধ্যেই ‘মাওবাদী যোগ’ থাকতে পারে বলে আদালতে দাবি করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী৷ পাশাপাশি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA ঘটনার তদন্ত করুক বলে আবেদনে জানানো হয় ওই নেতার তরফে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনায় এদিন হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। বিজেপি নেতা তথা মুখপাত্র রাজর্ষি লাহিড়ীর তরফে যেমন এই ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি চাওয়া হয়েছিল। তেমনই পৃথক একটি মামলার অনুমতি চেয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও৷
এদিন গোটা বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারীরা। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি।
advertisement
advertisement
আরও পড়ুন: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, ‘পোস্টিং দুর্নীতি’ মামলায় ৩০০ শিক্ষককে নিজামে তলব সিবিআইয়ের
অন্যদিকে, গত বৃহস্পতিবার রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেলে, তাঁকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন পড়ুয়াদের একাংশ৷ দেখানো হয়েছিল কালো পতাকাও৷
সোনবার আদালতে জানানো হয়, যে ভাবে সেদিন বিরোধী দলনেতার বিরুদ্ধে সেদিন ‘হামলা’ করা হয়েছিল, তাতে ‘মাওবাদী যোগ’ থাকতে পারে৷ ‘মাদক যোগ’ ও ‘নাশকতার তত্ত্ব’ও এক্ষেত্রে উড়িয়ে দেওয়া হয়নি মামলাকারীর তরফে৷
advertisement
আদালতের সামনে আইনজীবী দাবি করেছেন, শুভেন্দুর সামনেই নিজেদের ‘মাওবাদী’ বলে দাবি করেছেন যাদবপুরের বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের একাংশ। দাবি, ‘আজাদি’ স্লোগানও দিতে শোনা গিয়েছিল তাঁদের। এই সমস্ত কিছু মাথায় রেখেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র মাধ্যমে এই তদন্ত হওয়া উচিত বলে আদালতে জানিয়েছেন বিজেপি নেতার আইনজীবী৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jadavpur University: যাদবপুরের সঙ্গে ’মাওবাদী’ যোগ তুলে মামলা হাইকোর্টে, বিস্ফোরক দাবি শুভেন্দুর
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement