Jadavpur University: পুকুরপাড় দিয়ে হেঁটে কোথায় যাচ্ছিলেন যাদবপুরের ছাত্রী? মৃত্যুরহস্য এখনও কাটেনি, CCTV-তে পাওয়া ভিডিওতে নজর তদন্তকারীদের
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
Jadavpur University: মৃত্যুর তিন দিন পরেও কিছু এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনা নাকি অন্য কিছু? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষের ছাত্রীর রহস্যজনক মৃত্যুর কারণ নিয়ে রহস্য ঘনিয়েছে।
কলকাতা: মৃত্যুর তিন দিন পরেও কিছু এখনও স্পষ্ট নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষের ছাত্রীর রহস্যজনক মৃত্যুর কারণ নিয়ে রহস্য ঘনিয়েছে।
রবিবার ঘটনাস্থলে যান ডিসি, অটোপসি সার্জেন। ঘটনাস্থল পরীক্ষা করার পর ডিসি অনুষ্ঠানস্থল দেখেন। কারণ অনুষ্ঠানস্থলের দিক থেকে ঘটনাস্থলের দিকে হেঁটে আসতে দেখা গিয়েছিল ওই পড়ুয়াকে, সিসিটিভি ফুটেজে এমনই ধরা পড়ে।
আরও পড়ুন: এসএসসি-র OMR মডেল কবে পাওয়া যাবে? ‘বদল’-এর পরীক্ষা নিয়ে বড় খবর দিল কমিশন! চাকরিপ্রার্থীরা জানুন
যে অংশ দিয়ে হেঁটে এসেছিলেন ওই তরুণী ওই জায়গাগুলো খতিয়ে দেখেন ডিসি। পুলিশ সূত্রে খবর, অটোপসি সার্জেনের উপস্থিতিতে একটি বাঁশ নিয়ে জলে ডুবিয়ে জলাশয়ের গভীরতা মেপে দেখা হয়েছে। যেহেতু জলে ডুবেই মৃত্যু হয়েছে, কোন পজিশনে পড়েছিলেন ওই তরুণী তা সুনিশ্চিত হতে চাইছেন তদন্তকারীরা।
advertisement
advertisement
আরও পড়ুন: নেপালের দায়িত্ব নিয়েই বড় ঘোষণা করে দিলেন ভারত-‘বন্ধু’ সুশীলা! বাংলাদেশ যা পারেনি, সেই পথে এবার প্রতিবেশী নেপাল!
বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে চার নম্বর গেটের কাছে গৌর দাস বাউল ও তাঁর দলকে নিয়ে ‘ড্রামা ক্লাব’ একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। উপস্থিত ছিলেন পড়ুয়া ও প্রাক্তনীরা। অনুষ্ঠান চলাকালীন রাত ১০ টা ২০ নাগাদ কারও নজরে পড়ে কলা বিভাগের ছাত্র ইউনিয়ন রুম সংলগ্ন পুকুরে কেউ ভাসছেন। অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করা হলে জানা যায়, বিশ্ববিদ্যালয়েরই ইংরেজি বিষয়ের স্নাতক বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী তিনি।
advertisement
অমিত সরকার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 14, 2025 4:12 PM IST